• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এখন বেশি বয়সেও মা হওয়া সম্ভব!


লাইফস্টাইল ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০১৬, ০৫:৫৭ পিএম
এখন বেশি বয়সেও মা হওয়া সম্ভব!

৩৫ বছরের পর নারীদের মা হওয়ার সম্ভাবনা কমতে থাকে। যার পরিণতি ঘটে মেনোপজে। কিন্তু বছরের পর বছর ধরে চলে আসা এই চিরাচরিত ধারণায় বদল আসতে চলেছে এবার। মেনোপজের পরও এখন মা হওয়া সম্ভব!

অসম্ভবকে সম্ভব করতে নেপথ্যে রয়েছে সেই বিজ্ঞান। স্টেম সেল ও রিজেনারেটিভ থেরাপির সফল গবেষণা বেশি বয়সে মা হওয়ার বিষয়টিকে সম্ভব করেছে। বিজ্ঞানীদের দাবি, এই দুটিই হল গর্ভধারণের চাবিকাঠি। এর সাহায্যে যেকোনো বয়সেই মা হওয়া যায়। এই পদ্ধতিতে প্রথমে ডিম্বাশয়কে স্টিমুলেট করা হবে। স্টেম সেল বসিয়ে তৈরি করা হবে আস্ত ডিম্বাশয়। অনেকটা কৃত্রিম হৃদযন্ত্রের মতোই কাজ করবে সেটি। গর্ভধারণের উপযোগী হয়ে উঠবেন যেকোনো মেনোপজ হয়ে যাওয়া রমণী।

তাই দাম্পত্য জীবন উপভোগ করে, ক্যারিয়ার গুছিয়ে নিয়ে বেশি বয়সে এসে মা হতে চাইলে এখন তেমন কোনো অসুবিধে হবে না। আধুনিক চিকিৎসায় আপনার কোল জুড়ে জন্ম নেবে ফুটফুটে শিশু। জন্ম হবে একজন মায়েরও।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

 

Wordbridge School
Link copied!