• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এখনও ৩০৩ রানে পিছিয়ে নিউজিল্যান্ড


স্পোর্টস ডেস্ক জানুয়ারি ১৪, ২০১৭, ১২:৩০ পিএম
এখনও ৩০৩ রানে পিছিয়ে নিউজিল্যান্ড

ঢাকা: প্রথম টেস্টে তৃতীয় দিন শেষে বাংলাদেশ থেকে এখনও ৩০৩ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে তিন উইকেট হারিয়ে ২৯২ রান করেছে কিউইরা। দলে হয়ে সর্বোচ্চ রান করেন টম লাথাম (১১৯)। এর পর দলিয় অধিনায়ক কেন উইলিয়ামসন (৫৩) এবং রস টেইলর (৪০) ও  জিত রাভল (২৭) করেন।  

তবে অপরাজিত আছে ওপেনার টম লাথাম অন্যপ্রান্তে ৩৫ রানে মাঠ ছেড়েছেন হেনরি নিকোলস। টাইগারদের হয়ে সর্বেোচ্চ দুটি উইকেট তুলে নেন কামরুল ইসলাম রাব্বি।

এর আগে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরকে বিদায় করেন কামরুল ইসলাম রাব্বি। উইকেটে ভয়ঙ্কর হওয়ার আগে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচে পরিণত করে টেইলরকে নিজের দ্বিতীয় শিকার বানান রাব্বি।  

টম লাথাম ও রস টেইলরের তৃতীয় উইকেট জুটিতে দলীয় ২০০ রান পার করে নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫৯৫ রানের জবাবে ভালোই ব্যাটিং করছিল স্বাগতিকরা। মাঝে কামরুল ইসলাম রাব্বি ও তাসকিন আহমেদ উইকেট তুলে নিলেও নিয়ন্ত্রণ নিয়েই ব্যাটিং করছে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বাংলাদেশের করা ৫৯৫ রানের পাহাড়সম স্কোরের পর ব্যাটিংয়ে নেমে প্রথমেই উইকেট খোয়ায় নিউজিল্যান্ড। দলীয় ৫৪ রানের মাথায় সাজঘরে ফিরেছেন বা‍হাতি কিউই ব্যাটসম্যান জিত রাভাল। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা রাভাল টাইগার রাব্বির প্রথম বলেই সাজঘরে ফেরেন। অফ স্টাম্পের বল কাট করতে গিয়ে স্লিপে ইমরুলের তালুবন্দি হন তিনি। 

এর আগে বাংলাদেশ ৮ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৩ সালের ৮ মার্চ গালে-এ শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ রান করে টাইগাররা। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।

দ্বিতীয় দিনের ব্যাটিং শেষে সাত উইকেটে টাইগাররা তোলে ৫৪২ রান। তবে তৃতীয় দিনের শুরুতে সাজঘরে ফেরেন তাসকিন। 

প্রথম ইনিংসে টাইগারদের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি আসে সাকিবের ব্যাট থেকে ২১৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেন ইনজুরি থেকে ফেরা অধিনায়ক মুশফিকুর রহিম (১৫৯)।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৫২ ওভারে ৫৯৫/৮ ইনিংস ঘোষণা (তামিম ৫৬, ইমরুল ১, মুমিনুল ৬৪, মাহমুদউল্লাহ ২৬, সাকিব ২১৭, মুশফিক ১৫৯, সাব্বির ৫৪*, মিরাজ ০, তাসকিন ৩, রাব্বি ৬*; বোল্ট ২/১৩১, সাউদি ২/১৫৮, ডি গ্র্যান্ডহোম ০/৬৫, ওয়াগনার ৪/১৫১ স্যান্টনার ০/৬২, উইলিয়ামসন ০/২০)।

নিউজিল্যান্ড:  ৭৭ ওভারে ২৯২/৩ (টম লাথাম ১১৯*, জিত রাভল ২৭, কেন উইলিয়ামসন ৫৩, রস টেইলর ৪০, হেনরি নিকোলস ৩৫*) কামরুল ইসলাম রাব্বি ২, তাসকিন আহমেদ ১।


সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!