• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এখনো সুযোগ দেখছেন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২২, ২০১৭, ১২:১৮ এএম
এখনো সুযোগ দেখছেন মাশরাফি

ফাইল ছবি

ঢাকা: দক্ষিণ আফ্রিকায় একের পর একে ম্যাচ হেরে হতাশ করেই চলেছে বাংলাদেশ। হারের ধরণে বেশি কষ্ট পাচ্ছে ভক্ত-সমর্থকেরা। অসহায় আত্মসমর্পণ যাকে বলে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দল তাই করছে। টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও একই অবস্থা।

রোববার ইস্ট লন্ডনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামছে বাংলাদেশ। তাঁর আগে তামিম ইকবালকে হারিয়ে বড়সড় ধাক্কা খেয়েছে মাশরাফিরা। আগেই ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। দুজন মুল খেলোয়াড়কে হারিয়ে একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশকে। 

বাংলাদেশ যখন মাঠে থাকবে তখন দেশে ফেরার বিমান ধরবেন তামিম। সোমবার মাশরাফির সঙ্গে ফিরবেন মোস্তাফিজ। এই দু’জনকে না পাওয়া যে কত বড় ক্ষতি সেটি মাশরাফিও বলেছেন। তাঁর ভাষায়, ‘ব্যাটিংয়ে দলের সেরা ব্যাটসম্যান আর বোলিংয়ে সেরা বোলারকে হারিয়েছি। তবে একে অজুহাত হিসেবে দেখিয়ে লাভ নেই। শুধু এ জন্যই হেরেছি তা নয়। অনেক ছোট ছোট কারণ ছিল। দল হিসেবে মাঠে ভালো করতে পারিনি। তাতেই অনেকটা পিছিয়ে গেছি। সবকিছু উতরে আসার এখনো সুযোগ আছে। এখনো তিনটা ম্যাচ বাকি (দুটি টি-টোয়েন্টিসহ)। আমরা যদি এখানে ভালো কিছু করতে পারি, এই অভিজ্ঞতা সামনে যেকোনো সফরে কাজে লাগবে।’

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশ কেমন হতে পারে সেটির ধারণা দেওয়াও মাশরাফির পক্ষে কঠিন।একাদশ সাজাতে অধিনায়ককে যে গলদঘর্ম হতে হচ্ছে,‘ দলের সেরা দুই খেলোয়াড় যখন থাকবে না, তখন সেরা একাদশ করা কঠিনই। যারা আছে, তাদের অবশ্যই ছোট করা যাবে না। যখন দল ভালো খেলে না, তখন চারপাশ থেকে চাপ থাকে। সেটা শারীরিক-মানসিক...। খেলোয়াড় হিসেবে এটা আসবেই। জিততে না পারলে সেটা আরও বেশি হয়। সবকিছু ভুলে যদি শুধু কালকের (রোববার) ম্যাচ নিয়েই সবাই ভাবতে পারে, তাহলে ভালো কিছু সম্ভব। বাইরের বা নিজেদের মানসিক চাপ সামলে খেলাটাই এখন বেশি জরুরি।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!