• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এখানে বাস করতো ১১ ভূমিহীন পরিবার


নীলফামারী প্রতিনিধি মে ২০, ২০১৭, ০৫:৪৫ পিএম
এখানে বাস করতো ১১ ভূমিহীন পরিবার

নীলফামারী: অগ্নিকাণ্ডে নীলফামারীর পলাশবাড়িতে ভূমিহীন ১১টি পরিবারের ২২টি ঘর ভস্মীভূত হয়েছে। আজ শনিবার (২০ মে) সকাল ১১টার দিকে পলাশবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কিসামত ভুটিয়ান কালিরডাঙ্গায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সেখানকার চিত্তরঞ্জনের রান্না ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্র। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ১১টি পরিবারের ঘর, আসবাবপত্রসহ রক্ষিত মালামাল ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নীলফামারীর টীম লিডার আবুল কাশেম দেওয়ান জানান, অগ্নিকাণ্ডে চিত্তরঞ্জন ছাড়াও নিপেন্দ্র নাথ রায়, নয়ন, রতন কুমার রায়, কালিদাস, লালু, রতন কুমার, জানু বালা, সরু বালা, বুদুরাম রায় ও অধর চন্দ্র রায়ের ১টি শোয়ার ঘর ও ১টি করে রান্না ঘর ভস্মীভূত হয়।

আগুনে প্রায় ৯লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের টীম লিডার আবুল কাশেম। পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব নুর ইসলাম জানান, ক্ষতিগ্রস্তরা খাসজমিতে বসবাস করতো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!