• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এত রশিদ রশিদ করায় বিরক্ত সাকিব!


ক্রীড়া প্রতিবেদক মে ২৮, ২০১৮, ০৮:১১ পিএম
এত রশিদ রশিদ করায় বিরক্ত সাকিব!

ফাইল ছবি

ঢাকা: প্রায় দুই মাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে  দেশে ফিরেছেন সাকিব আল হাসান। একটু যে বিশ্রাম নেবেন তারও উপায় নেই। সামনেই যে আফগানিস্তান সিরিজ। দু-একদিন বিশ্রাম নিয়ে সাকিব আবার উড়াল দেবেন ভারতের দেরাদুনের উদ্দেশ্যে। তা আফগানিস্তান সিরিজ বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা কি?

সাকিব মনে করেন, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানেই ফেবারিট, ‘টি টোয়েন্টিতে ফেবারিট বা ফেবারিট নয়, এ ধরনের কোনো তকমা থাকে না। যেকোনো দল যেকোনো সময় যে কাউকে হারাতে পারে। যেহেতু আফগানিস্তান আমাদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে, আমি বলব ওরাই ফেবারিট।’

শুধু র‌্যাঙ্কিং নয় আফগানদের শক্তিশালি বোলিংয়ের জন্যও তারা ফেবারিট। বিশেষ করে রশিদ খান! এবারের আইপিএলে ভারতের পাশাপাশি বিশ্ব ক্রিকেটেরই আলাদা করে নজর কেড়েছেন এই লেগ স্পিনার। তাই রশিদকে নিয়ে চারদিকে আলোচনা।

সাকিব তাঁর হায়দরাবাদ সতীর্থকে নিয়ে কি ভাবছেন? এ নিয়ে বলতে গিয়ে সাকিব যেন বিরক্তিই হলেন, ‘কারা আলোচনা করে? আপনারা প্রশ্ন করলে খেলোয়াড়েরা উত্তর দিচ্ছে, নাকি খেলোয়াড়েরা আলোচনা করছে? যা হোক, ঠিক আছে। সবাই তো ভালো বোলার। আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে, সবাই ভালো বোলার। কেউ ভালো বোলিং করবে, কেউ খারাপ করবে। ভালো ব্যাটসম্যানরা সেটাকে ভালোভাবে সামলাবে, এটাই নিয়ম।’

সাকিব বুঝিয়ে দিলেন তিনি শুধু রশিদকে নিয়ে ভাবতে চান না। কিন্তু কিছুক্ষণ পর আবার রশিদ প্রসঙ্গ আসায় যেন মহাবিরক্ত সাকিব। বলেন, ‘প্রশ্ন আপনারা করলে আলোচনা হবেই। আমি উত্তর দিলাম না আলোচনাও হলো না!’

এই প্রথম কোনো আইপিএলে সবগুলো ম্যাচ খেলেছেন সাকিব। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই ভালো করেছেন। কিন্তু সাকিবের আক্ষেপ রয়ে গেছে ব্যাটিং নিয়ে। তাঁর মনে হচ্ছে এখানে তিনি থিতু হওয়ার পরও বড় ইনিংস খেলতে পারেননি। সাকিব বলছেন, ‘ভালোই গেছে। হয়তো আরেকটু ভালো হতে পারত। দলের সাফল্যে তৃপ্ত। ব্যক্তিগত পারফরম্যান্সেও সন্তুষ্ট। একটা অতৃপ্তি আছে সেটা হলো প্রতি ম্যাচেই ভালো শুরুর পরেও রানটা বড় করতে পারিনি।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!