• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এদেশে বঙ্গবন্ধুর আদর্শের বাইরে কেউ থাকতে পারবে না


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০১৭, ০৪:৫১ পিএম
এদেশে বঙ্গবন্ধুর আদর্শের বাইরে কেউ থাকতে পারবে না

ঢাকা: জামায়াত শিবিরকে খুঁজে বের করে উৎখাত করুন। বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। প্রতিটি মিনিট সেকেন্ড তাদের বিরুদ্ধে অবস্থান নিন। এদেশে বঙ্গবন্ধুর আদর্শের বাইরে কেউ থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে কালো পতাকা মিছিল পরবর্তী এক সমাবেশে তিনি এ কথা বলেন। গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ধানমণ্ডি ৩২-এর বাড়ি থেকে ২০০ গজ দূরে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতী বোমা বিস্ফোরণের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ কালো পতাকা মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সোহাগ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সময় এসে গেছে খালেদার দোসরদের প্রতিহত করার। আর মিছিল মিটিং নয়, আমাদেরকে মাঠে নেমে যেতে হবে। বাংলাদেশের যেখানেই জামাত-শিবির পাওয়া যাবে, সেখানেই তাদেরকে প্রতিহত করুন। বাংলাদেশের কোনো জেলা, উপজেলা, ইউনিয়ন, বিশ্ববিদ্যালয়, কলেজ এমনকি ঘরেও কোনো শিবির থাকবে না।

সোহাগ আরো বলেন, ৭৫ এর প্রেতাত্মরা ওইদিন (গত পরশু) আরেকটি ১৫ আগস্ট ঘটানোর ষড়যন্ত্র করেছিল। খালেদা-তারেকের নির্দেশে জামাত-শিবিরের কুলাঙ্গাররা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে শোক দিবসকে নস্যাৎ করতে বোমা হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী তা নস্যাৎ করে দিয়েছে।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ২০১৯ সালের নির্বাচনে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্বাচন পর্যন্ত পাহাড়া দিতে হবে, যাতে কেউ কোন ষড়যন্ত্র করতে না পারে।

সমাবেশে ঢাকা  মহানগর  উত্তর  ছাত্রলীগ  সভাপতি  সৈয়দ  মিজানুর  রহমান  বাম  সংগঠগুলোর  উদ্দেশ্যে  বলেন,  বামপন্থিরা  ঢাবি (ঢাকা বিশ্ববিদ্যালয়)  ক্যাম্পাসে  টোকাইদের  নিয়ে  এসে  ২০-২৫  মিলে  মিছিল-মিটিং  করে।  মিডিয়ার  সামনে  বড়  বড়  কথা  বলে।  আপনাদের (বামদের)  সাহস  থাকলে  ক্যাম্পাসের  বাহিরে  আসুন।  পিঠের  চামড়া  থাকবে না।  আপনাদেরকে প্যান্ট খুলে পিটানো হবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি বায়েজিদ আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!