• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনডিটিভির সম্প্রচার একদিন বন্ধে নির্দেশ


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৪, ২০১৬, ০৪:১৭ পিএম
এনডিটিভির সম্প্রচার একদিন বন্ধে নির্দেশ

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির সম্প্রচার একদিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বিবিসি বলছে, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আগামী ৯ নভেম্বর এনডিটিভির সম্প্রচার ২৪ ঘণ্টা বন্ধ রাখতে হচ্ছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, জানুয়ারিতে পাঠানকোটের বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলা ও তার পরের অভিযান সরাসরি দেখানোর সময় এনডিটিভির হিন্দি চ্যানেল ‘কৌশলগত-সংবেদনশীল বিষয়’ প্রচার করায় এ শাস্তির নির্দেশ দেয়া হয়েছে।

তবে এনডিটিভি কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ওই সম্প্রচার ছিল ‘একেবারেই ভারসাম‌্যপূর্ণ’।

গত ২ জানুয়ারি পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সাত ভারতীয় সেনা ও হামলাকারী ছয় জঙ্গি নিহত হন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ নির্দেশে ‘অস্বাভাবিক’ দাবি করে এনডিটিভি জানিয়েছে এ বিষয়ে কী করা যায় তার ‘সব সম্ভাবনা’ খতিয়ে দেখা হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!