• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এনবিআর-এর নাটিকায় জুটি জাহিদ-মৌসুমী


বিনোদন প্রতিবেদক অক্টোবর ১৬, ২০১৭, ০৮:৫০ এএম
এনবিআর-এর নাটিকায় জুটি জাহিদ-মৌসুমী

ঢাকা: রাজস্ব বোর্ড (এনবিআর)-এর নাটিকায় জুটি হয়ে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও চিত্রনায়িকা মৌসুমী।

প্রতিবারের ন্যায় এবারও ১ নভেম্বর শুরু হচ্ছে আয়কর মেলা। আর এই মেলা উপলক্ষে নির্মিত হয়েছে নাটিকাটি। পারভেজ আমিনের পরিচালনায় ১৪ অক্টোবর এফডিসিতে নাটিকাটির শুটিং হয়েছে। সেখানে অংশ নিয়েছেন জাহিদ হাসান ও মৌসুমী। 

এর আগে নাটক-সিনেমাতে জুটি হয়ে কাজ করলেও প্রথমবারের মতো তারা রাষ্ট্রীয় কোনো প্রচারণায় একসঙ্গে অভিনয় করছেন। আসন্ন রাজস্ব মেলা উপলক্ষে এটি প্রচার হবে।

নাটিকাটি সম্পর্কে জাহিদ হাসান জানান, ‌‌‘মানুষকে কর দিতে উৎসাহ করার জন্যই এই নাটিকাটি নির্মিত হচ্ছে। রাষ্ট্রের স্বার্থে যেকোনো কিছুই করতে ভালো লাগে। এই নাটিকাটিতে শুটিং করেও আনন্দিত আমি। এখানে আমার সঙ্গে আছেন মৌসুমী ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। মূলত কর দেয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব, এটি জটিল কোনো প্রক্রিয়া নয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে নাটিকায়। 

২০০৮ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিগত বছরের মতো এবারও সারাদেশে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে বেশ জোর প্রচারণায় নেমেছে রাজস্ব বোর্ড। সমাজের গণমান্য ব্যক্তিদের নিয়ে চলছে প্রচারণা। সেই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে নাটিকা।

 সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!