• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার আসছে ‘ফেসবুক টিভি’


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক মে ৭, ২০১৭, ০৩:৪৬ পিএম
এবার আসছে ‘ফেসবুক টিভি’

ফাইল ছবি

ঢাকা: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই যে প্রতিষ্ঠনকে আমারা চিনি, সেই ফেসবুক এবার টেলিভিশন মিডিয়া নিয়ে আসছে! তবে কী ফেসবুক মিডিয়া কোম্পানি? না ফেসবুক তা বরাবরই অস্বীকার করে আসছে। তাহলে কেন এই উদ্যোগ তাদের? ফেসবুক বলছে এই সামাজিক যোগযোগ মাধ্যমটিতে আপলোড করা বিভিন্ন ধরণের ভিডিওর উপর তদারকী করতেই এই উদ্যোগ।

বিজনেস ইনসাইডের এক প্রতিবেদনে বলা হয়, এ বছরের জুন মাস নাগাদ ‘টিভি অনুষ্ঠান’-এর মতোই দুই ডজন অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে ফেসবুক।

অবশ্য, গত বছরের ডিসেম্বর মাস থেকেই ফেসবুকের টিভি অনুষ্ঠান নিয়ে গুঞ্জন শুরু হয়। গুঞ্জন উঠেছিল আমাজন, হুলু ও নেটফ্লিক্সের মতো গেম কনটেন্টের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান দেখাতে শুরু করতে পারে ফেসবুক। দুই ধরনের অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটি হচ্ছে বড় বাজেটের টিভির মতো মেগা সিরিয়াল, আরেকটি হচ্ছে কম খরচের ৫ থেকে ১০ মিনিটের শো। প্রতিদিন এ শোগুলোর নতুন পর্ব দেখানো হবে। এর মধ্যে কমেডি শো থাকবে। ইতিমধ্যে এ ক্ষেত্রে লোক নিয়োগ দিয়েছে ফেসবুক।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!