• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার ইংল্যান্ড যাচ্ছে লিটন-এনামুলরা


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৪, ২০১৭, ০৫:৫৫ পিএম
এবার ইংল্যান্ড যাচ্ছে লিটন-এনামুলরা

ঢাকা: দেশের ক্রিকেটের পাইপ লাইন আরও শক্তিশালী করতে দীর্ঘদিন পর আবারও হাই পারফরমেন্স দল (এইচপি) গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমেই তারা গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে। সেখানে স্বপ্নের মতই কেটেছে এইচপি দলের। প্রতিটা ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছে লিটন কুমার, বিজয়রা। তারই ধারাবাহিকতায় এবার ইংল্যান্ড সফরে যাচ্ছে দলটি। সোমবার (১৪ আগস্ট) বিসিবি’র গেম ডেভলপমেন্ট কমিটি এ তথ্য জানিয়েছে।

আগামী ৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করা এইচপি দলটি। সফরে ইংলিশ কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার, উস্টারশায়ার, এসেক্সের দ্বিতীয় একাদশের বিরুদ্ধে ছয়টি ওয়ানডে ও দু’টি তিনদিনের ম্যাচ খেলবে। মূলত অচেনা কন্ডিশনে অনুশীলন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে শেখা, অভিজ্ঞতা অর্জন এবং শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে নিজেদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করার লক্ষ্যেই এ সফর।

ইংল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে এইচপি দল। ১৩ আগস্ট শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে কয়েকদিন পিছিয়েছে এ ওয়ানডে সিরিজ। আগামী ১৬, ১৭ ও ১৯ আগস্ট বিকেএসপিতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সিরিজ শেষে ঈদুল আযহার পরপরই ইংল্যান্ড যাত্রা করবেন লিটন দাস, এনামুল হক বিজয়রা।

এর আগে গত মাসে অস্ট্রেলিয়া সফর করেছিল এইচপি দল। সেখানে ডারউইনের নর্দান টেরিটরির বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৫-০ তে জিতেছিলেন লিটন-আবু হায়দার রনিরা। একমাত্র তিন দিনের ম্যাচেও জিতেছিল এইচপি।

এদিকে এইচপি কোচ সিমন হেলমটের অধীনে মিরপুরে কঠোর অনুশীলন করছেন এইচপির ক্রিকেটাররা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!