• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার কুষ্টিয়ায় শোবার ঘরে ৫০ গোখরা


কুষ্টিয়া প্রতিনিধি জুলাই ১২, ২০১৭, ০৮:২০ পিএম
এবার কুষ্টিয়ায় শোবার ঘরে ৫০ গোখরা

কুষ্টিয়া: এবার কুষ্টিয়ার খোকসা উপজেলার একটি বাড়ির শোবার ঘর থেকে ৫০টি বিষধর গোখরা সাপ ধরা হয়েছে।

বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলার চুনিয়াপাড়া এলাকার অসিম কুমার বিশ্বাসের থাকার ঘর থেকে এই বিসধর গোখরা সাপ ধরা হয়।

বাড়ির মালিক অসিম কুমার বলেন, বুধবার দুপুরে ঘরের মেঝেতে একটি সাপ দেখতে পাই। তাৎক্ষণিক স্থানীয় সাপুড়িয়া গফুর আলীকে খবর দিয়ে বাড়িতে ডেকে আনা হয়।

প্রায় একঘণ্টা ধরে ঘরের মাটি কাটার পর মেঝের মাঝখানে একটি স্থানে ২৫টি সাপ পাওয়া যায়। পরে অন্যেএকটি স্থান থেকে বাকি সাপ পাওয়া গেছে।

সাপুড়িয়া আব্দুল গফুর সাপুরিয়া জানান, হিন্দু সম্প্রদায় লোক হওয়ায় মা'মনোষার পুজা অসিমের বাড়িতে বসতো। ধারণা করা  হচ্ছে ওই কারণে এবং বাড়িটি মাটির দেয়াল থাকায় কাল গোখরা সাপ বসবাস করে আসছে। দেয়ালের অর্ধেক মাটি সরানো হয়েছে এতে ৫০টি সাপ পাওয়া গেছে।

এদিকে অসিমের বাড়িতে সাপ পাওয়ার খবর পেয়ে স্থানীয়রা ও গণমাধ্যম কর্মীরা সেখানে ভিড় জমায়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!