• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার গুস্তাভোকে হারাল ব্রাজিল


স্পোর্টস ডেস্ক জুন ৩, ২০১৬, ০৩:০৪ পিএম
এবার গুস্তাভোকে হারাল ব্রাজিল

কোপা আমেরিকার অভিযান শুরুর আগে আরেকটা ধাক্কা খেল ব্রাজিল। ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন মিডফিল্ডার লুইস গুস্তাভো। ভলফ্সবুর্গের এই মিডফিল্ডারের সরে দাঁড়ানোর অনুরোধ গত বৃহস্পতিবার মেনে নেয় ব্রাজিল জাতীয় দলের টেকনিক্যাল কমিটি।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানায়, দলের সবাই গুস্তাভোর পাশেই আছে। ২৮ বছর বয়সী গুস্তাভোর বদলে দুঙ্গা দলে নিয়েছেন ব্রাজিলের হয়ে এখনও কোনো ম্যাচ না খেলা গ্রেমিওর মিডফিল্ডার ওয়ালাসেকে।

চোটের কারণে এরই মধ্যে ব্রাজিলের কোপা আমেরিকার দল থেকে ছিটকে পড়েন রিকার্দো অলিভেইরা, দগলাস কস্তা, রাফিনিয়া, এদেরসন ও কাকা। কোপা আমেরিকায় খেলছেন না ব্রাজিল অধিনায়ক নেইমার। আগামী অগাস্টে রিও দে জেনেইরো অলিম্পিকে খেলবেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

বাংলাদেশ সময় রোববার সকালে একুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ‘বি’ গ্রুপে আটবারের চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ পেরু ও হাইতি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!