• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার জাপানি মেয়েদের সামনে ছোটন কন্যারা


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০১৭, ০৮:২৬ পিএম
এবার জাপানি মেয়েদের সামনে ছোটন কন্যারা

ঢাকা: লাল সবুজের ফুটবলের দুঃসময়ে আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন সাবিনা খাতুন, কৃঞ্চা রাণী সরকার আর সানজিদারা। বাছাই পর্ব উৎরিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন এএফসি অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূলপর্বে। কিন্তু চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে শুরুতেই হোঁচট খেয়েছে ছোটন কন্যারা। এবার তাদের প্রতিপক্ষ আরেক শক্তিধর দল জাপান।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জাপান অনুর্ধ্ব-১৬ নারীদের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে জাপানের বিপক্ষে ভাল খেলা উপহার দিতে চায় লাল সবুজের দল। এমনটি জানালেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেছেন, ‘আশা করি আমাদের খেলোয়াড়রা জাপানের বিরুদ্ধে সেরা খেলাটাই খেলবে। তারা শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ তৈরি আছে।’

‘উত্তর কোরিয়া খুবই শক্তিশালী দল। সব ধরনের বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপেই তারা চ্যাম্পিয়ন। তবে বাংলাদেশের কিছু খেলোয়াড় তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি।  নয়তো আমরা ৪ থেকে ৫টি গোল কম হজম করতো কৃষ্ণারা।

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চলমান এই চ্যাম্পিয়নশিপে সেরা তিন দল খেলবে উরুগুয়েতে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ফিফা অনুর্ধ ১৭ মহিলা বিশ্বকাপে। সেই লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে সানজিদা, কৃঞ্চারা। কিন্তু প্রথম ম্যাচে কোরিয়ার কাছে বড় হারে স্বপ্নপূরণ অনেকটাই কঠিন মেয়েদের সামনে।

বাংলাদেশ দল: গোলরক্ষক : মাহমুদা আক্তার, রোকসানা বেগম, রূপা আক্তার; রক্ষণভাগ : মাসুরা পারভীন, নারগিস খাতুন, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নিলা, আনাই মগিনি, নাজমা; মধ্যমাঠ : মিশরাত জাহান মৌসুমী, মারজিয়া, সানজিদা আক্তার, মনিকা চাকমা, ইশরাত জাহান রত্না, তহুরা খাতুন, আঁখি খাতুন, রাজিয়া খাতুন, মারিয়া মান্দা (সহ-অধিনায়ক); আক্রমণভাগ : কৃষ্ণা রানী সরকার (অধিনায়ক), আনুচিং মগিনি, সিরাত জাহান স্বপ্না ও সুলতানা; দলনেতা : আমিরুল ইসলাম বাবু, টেকনিক্যাল ডিরেক্টর : পল স্মলি, ম্যানেজার : জাকির হোসেন চৌধুরী, প্রধান প্রশিক্ষক : গোলাম রব্বানী ছোটন, সহকারী প্রশিক্ষক : মাহবুবুর রহমান লিটু।   

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!