• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার জেএসসির ৭ বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা


বিশেষ প্রতিনিধি মে ১৭, ২০১৮, ০২:২২ পিএম
এবার জেএসসির ৭ বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা

ঢাকা : চলতি বছরের জেএসসিতে ৭ বিষয়ে ৬৫০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের ওপর চাপ কমানোর জন্য  এ সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি মাসেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়।

২০১০ সাল থেকে অষ্টম শ্রেণিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট -জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২০১৬ সাল পর্যন্ত ১৩টি বিষয়ে পরীক্ষা হত। পরে গত বছর তিনটি বিষয় কমিয়ে ১০টি বিষয়ে পরীক্ষা নেয়া হয়।

এবছরের জেএসসি পরীক্ষার বিষয় আরো কমিয়ে আনা হয়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র মিলে ১০০ নম্বরের একটি পরীক্ষা হবে। ইংরেজিতেও দুই পত্র মিলে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

আর গণিত, ধর্ম, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে।

কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, চারু ও কারুকলা এবং ঐচ্ছিক বিষয় গুলো মূল্যায়ন হবে বিদ্যালয়ে। শিক্ষার্থীদের উপর চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে অভিভাবকদের দাবি, শুধু বিষয় কমানোই নয় জেএসসি পরীক্ষা বাতিলের। আগামী পয়লা নভেম্বর অনুষ্ঠিত হবে ৭ বিষয়ের পাঠ্যক্রমের জেএসসি পরীক্ষা।

সোনালীনিউজ/জেডআরসি

Wordbridge School
Link copied!