• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার টুইট করুন ২৮০ অক্ষরে!


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক নভেম্বর ২৫, ২০১৭, ১২:৪৯ পিএম
এবার টুইট করুন ২৮০ অক্ষরে!

ঢাকা: ব্যবহারকারীদের জন্য দারুন খবর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। ব্যবহারকারীদের কথা চিন্তা করে টুইট করার সীমাবদ্ধ কমিয়ে এনেছে প্রতিষ্ঠানটি।

পরীক্ষামূলক পর্ব শেষ করে এখন থেকে ১৪০ অক্ষরের (character) পরিবর্তে ২৮০ অক্ষরে টুইট করতে পারার আনুষ্ঠানিক ঘোষণা দিল মাইক্রব্লগিং সাইট টুইটার। এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি। তবে জাপান, কোরিয়া ও চীনের ব্যবহারকারীরা ২৮০ অক্ষরে টুইট করতে পারবেন না। তাদের জন্য আগের ১৪০ অক্ষরই থাকছে।

এর আগে টুইটার এক ব্লগ পোস্টে জানায়, অনেক ব্যবহারকারীর অভিযোগ ছিল ১৪০ অক্ষরের সীমাবদ্ধতা। তাদের সেই অভিযোগ বিবেচনা করে নতুন অক্ষর সংখ্যা নির্ধারণ করা হলো। এতে গ্রাহকরা সাইটটি ব্যবহারে আগের চেয়ে বেশি আগ্রহী হবেন।

ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়লেও টুইটারের চিত্র ভিন্ন। ফলে নতুনদের আকৃষ্ট করতে নিজেদের কৌশল কিছুটা পরিবর্তন করলো সাইটটি।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!