• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন শফিউলও


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০১৬, ১১:০৭ এএম
এবার নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন শফিউলও

এবার বিপিএলটা দারুণ গেছে শফিউল ইসলামের। খুলনা টাইটানসের হয়ে ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে কালও ছিলেন বোলারদের শীর্ষে তিনে। ফর্মটা যখন নিউজিল্যান্ডেটেনে নেয়ার স্বপ্ন চোখে, তখনই হানা দিল চোট। হ্যামস্ট্রিংয়ের চোটে শফিউলের নিউজিল্যান্ড সফর শেষ। তার জায়গায় সুযোগ পেয়েছেন কামরুল ইসলাম।

ভাগ্য খারাপ হলে যা হয়। স্বপ্নের ছকছকে শোকেজে জমাট বাধতে থাকে ধূলিকণা! ঠিক তেমনি এক দূ:স্বপ্ন বাংলাদেশ পেসার শফিউল ইসলামের। লম্বা সময় পর কোর্টনি ওয়ালসের পরশে জাতীয় দলে ভালো ভাবেই ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। বিপিএলে একের এক উইকেট দখল করে পুরানো শফিউলকে চিনালেন নতুন করে। খুলনা টাইটান্টেসর হয়ে ১৩ ম্যাচে নিজের ঝুড়িতে জমা করেছেন ১৮ উইকেট। তাই তাকে ঘিরে নির্বাচকরা নতুন করে স্বপ্ন বুনেছিলেন। 

নিউজিল্যান্ড সফরের জন্য জাতীয় দলেও তাকে রাখা হয়। সব কিছু যখন ঠিকঠাক তখন হঠাৎ এক ঝড়ে তার নিউজিল্যান্ড সফরটা হয়ে যায় অনিশ্চিত! ঠিক যেন তীরে তরী ডুবার মতো কোন যাত্রীর করুণ দশা। মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বিপিএলের এলেমিনেটর প্লে অফ পর্বের খেলায় ইনজুরিতে পড়েন শফিউল। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন তিনি। আর তাতেই তার নিউজিল্যান্ড সফরেও অনিশ্চিত হয়ে পড়ে। জানা যায় সেরে উঠতে নাকি কমপক্ষে দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শফিউলকে। ওই ম্যাচে ফিল্ডিং করতে গিয়েই চোট পান তিনি।  

শফিউলের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা দেখিনি। ও বিশ্রামে আছে। এমআরআই রিপোর্ট করিয়েছে। আমরা অফিসিয়াল রিপোর্টের অপেক্ষায় আছি। এমনিতে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি। আর হ্যামস্ট্রিংয়ের অল্প ইনজুরি হলে দুই-তিন সপ্তাহ লেগে যাবে। আমি যেটা আন-অফিসিয়াল শুনেছি তাতে হ্যামস্ট্রিং স্ট্রেইন আছে। এটা হলে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে।’

এদিকে নিজের ইনজুরি প্রসঙ্গে শফিউল বলেছেন, ‘শেষ ম্যাচটা খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছি। হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে। ব্যথা আছে। এমআরআই করিয়েছি। রিপোর্ট এখনো আসেনি। তবে নিউজিল্যান্ড সিরিজে কী হবে-এটা এখনোই বলা যাচ্ছে না।’

এদিকে বিসিবির একটি সূত্রে জানা যায় শফিউল যদি সুস্থ্য না হন তার জায়গায় তরুণ পেসার কামরুল ইসলাম রাব্বিই সুযোগ পাবেন। এক্ষেত্রে তিনিই নাকি নির্বাচকদের প্রথম পছন্দ। তবে শফিউলকে একটি সুযোগ দেয়া হবে। মিনহাজুল বললেন, ‘শফিউল যদি টেস্টের আগে চোট থেকে সেরে উঠতে পারে, আমরা তাকে বিবেচনা করব।’
 
এবারের বিপিএলে ইনজুরি অনেক ক্রিকেটারের কপাল ভেঙ্গেছে। পাশাপাশি অনেকের আবার দলে ঢুকারও সুযোগ পেলেন। শফিউলের আগে ছিটকে পড়েছিলেন পেসার মোহাম্মদ শহীদ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গত ২৬ নভেম্বর ডান হাঁটুতে চোট পান শহীদ। তার জায়গায় সুযোগ পেলেন পেসার রুবেল হোসেন। বিশ্বকাপে এই রুবেলেই বাজিমাত করেছিলো বাংলাদেশ। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!