• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার পিস মোবাইল আমদানি বন্ধ


সোনালীনিউজ ডেস্ক জুলাই ১৪, ২০১৬, ০১:৩০ পিএম
এবার পিস মোবাইল আমদানি বন্ধ

জাকির নায়েকের পিস টিভি বন্ধের পর এবার পিস মোবাইলের আমদানিও বন্ধ হচ্ছে বাংলাদেশের বাজারে।

এই বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এই ধরনের মোবাইল হ্যান্ডসেট আমদানির আর অনুমতি দেয়া হবে না, কারণ জাকির নায়েকের সব ধরনের সম্প্রচার বন্ধের নির্দেশ রয়েছে সরকারের।”

জাকির নায়েকের বক্তব্য প্রচারে বাজারে ‘পিস মোবাইল’ নামে এই মোবাইল সেটটি বাজারে এনেছিলো বেক্সিমকো গ্রুপ। এই হ্যান্ডসেটটি সম্বন্ধে ওয়েবসাইটে বলা হয়েছে, “পিস মোবাইল একটি ইসলামিক স্মার্টফোন। এই ফোনটি মানুষের জন্য নিয়ে এসেছেন ডা. জাকির নায়েক, যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্বের উপর একজন বিখ্যাত আন্তর্জাতিক বক্তা।”

ওয়েবসাইটে এই হ্যান্ডসেটটির বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়, এই সেটে  ‘পিস টিভি লাইভ (বাংলা, ইংরেজী, উর্দু)’, ‘ইসলামিক এপ্লিকেশন’ সহ আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে।

বাংলাদেশে এই হ্যান্ডসেটটির একমাত্র পরিবেশক হিসেবে রয়েছে বেক্সিমকোর নাম এবং গ্রুপটির কার্যালয় ধানমণ্ডির বেল টাওয়ারকে ঠিকানা হিসেবে দেয়া।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!