• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিৎ-মিমের ‘সুলতান দ্য সেভিয়ার’


বিনোদন প্রতিবেদক জুন ২৫, ২০১৮, ০৩:২৩ পিএম
এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিৎ-মিমের  ‘সুলতান দ্য সেভিয়ার’

নায়ক জিৎ-বিদ্যা সিনহা মিম

ঢাকা: কলকাতার পর এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে জিৎ-মিম  অভিনীত ‘সুলতান দ্য সেভিয়ার’। সিনেমাটি ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল। ‘সুলতান’ বাংলাদেশে মুক্তি পাবে আমদানির ভিত্তিতে। ঢাকার জাজ মাল্টিমিডিয়া ছবিটি এদেশে মুক্তি দিচ্ছে আগামী ৬ জুলাই (শুক্রবার)। জাজ কর্ণধার আবদুল আজিজ ‘সুলতান’ ছবি বাংলাদেশে মুক্তির তারিখ নিশ্চিত করেছেন। 

সোমবার (২৫ জুন) দুপুরে কলকাতা থেকে মুঠোফোনে আবদুল আজিজ জানান, গত বৃহস্পতিবার (২১ জুন) তথ্য মন্ত্রণালয়ের অনুমতি দিয়েছে। শুধু সেন্সর করতে বাকি আছে। সবকিছু ঠিক থাকলে ৬ জুলাই ‘সুলতান’ বাংলাদেশে মুক্তি দেব। এতে কোনো সংশয় নেই।

তবে সাফটা চুক্তির মাধ্যমে কলকাতার ছবি ‘সুলতান’ বাংলাদেশে ৬ জুলাই মুক্তির বিষয়টি নিশ্চিত করলেও বাংলাদেশের কোন ছবি কলকাতায় চলবে সেটি নিশ্চিত করে বলতে পারেননি আবদুল আজিজ। দেশের শীর্ষস্থানীয় এই চিত্রপ্রযোজক জানান, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে কোন ছবি যাবে এটা এখনও ঠিক হয়নি। পরে জানাতে পারবো।

গেল ঈদে ‘সুলতান’ কলকাতার পাশাপাশি বাংলাদেশে মুক্তির কথা থাকলেও এদেশের উৎসবের সময় যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া উপমহাদেশের কোনও সিনেমা আমদানি, প্রদর্শন ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ফলে বাংলাদেশে ঈদে মুক্তি থেমে যায়।

‘সুলতান’ ছবির ট্যাগলাইন ‘দ্য সেভিয়ার’। নির্মাণ করেছেন কলকাতার বাংলা ছবির সুপারহিট নির্মাতা রাজা চন্দ। টান টান উত্তেজনা, মারকাটারি অ্যাকশন, লক্ষ্যপূরণের জেদ আর ভালোবাসার ছোঁয়া এসব কিছু মিলিয়ে ‘সুলতান’র গল্প। একটি তামিল ছবির রিমেকে ‘সুলতান দ্য সেভিয়ার’ নির্মিত হয়েছে।

ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গে শতাধিক হলে ছবিটি মুক্তি পায় এটি। ছবিতে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার ও বাংলাদেশের নায়ক আমান রেজা, তাসকিন রহমান। ‘সুলতান’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মস ওয়ার্কস, সঙ্গে লগ্নি রয়েছে জাজ মাল্টিমিডিয়ারও। প্রথমে যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণের কথা শোনা গেলেও পরে নীতিমালা জটিলতায় পড়ে সরে আসে জাজ। ‘সুলতান’ ছবির মাধ্যমে প্রথমবার জিতের বিপরীত অভিনয় করছেন মিম। এই ছবিতে মিমকে দেখা যাবে একজন উকিলের চরিত্রে। 

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!