• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার বাংলালিংকের ক্যাবল জব্দ কাস্টমসের


নিজস্ব প্রতিবেদক মার্চ ৭, ২০১৮, ১০:৫০ পিএম
এবার বাংলালিংকের ক্যাবল জব্দ কাস্টমসের

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিটে ভুয়া ঘোষণায় পণ্য আমদানি করেছে দেশের বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক (বাংলালিংক কমিউনিকেশনস লি.)। এজন্য তাদের আমদানিকৃত কানেক্টর ও ক্যাবল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

বুধবার (৭ মার্চ) এক অভিযানে এগুলো জব্দ করা হয়। প্রাথমিকভাবে জব্দকৃত কানেক্টর ও ক্যাবলের পরিমাণ জানা যায়নি।

এক বার্তায় শুল্ক গোয়েন্দা জানায়, ভুয়া ঘোষণা দিয়ে বাংলালিংক ১ লাখ ৯১ হাজার টাকার শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করে। গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়ন্দা দল পণ্য পরীক্ষা করে কানেক্টরসহ ক্যাবল খুঁজে পায়। কানেক্টরসহ ক্যাবলের শুল্ক অতিরিক্ত ১ লাখ ৯১ হাজার টাকা। তাই তাদের পণ্যগুলো জব্দ করা হয়েছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!