• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার মাঝ আকাশে বিমানে বিষধর সাপ! (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৮, ২০১৬, ০৬:২৫ পিএম
এবার মাঝ আকাশে বিমানে বিষধর সাপ! (ভিডিও)

ভারতে দুরপাল্লার ট্রেন, বাস কিংবা প্রত্যন্ত গ্রামের কোনো যানবাহনে সফর করার সময় আচমকা যদি কোনো বিষাক্ত সাপের সঙ্গে দেখা হয়ে যায়, তবে প্রথম ভয় লাগলেও চমক লাগবে না৷ কেবল ভারতই নয়, আন্তর্জাতিক স্তরেও এমন ঘটনা ঘটে৷ বাসে, ট্রেনে নয়, এবার একেবারে বিমানে ঘটল এমন ঘটনা৷

জানা গেছে, মেক্সিকোর তোরেন বিমানবন্দর থেকে মেক্সিকো সিটিগামী বিমানে আচমকাই দেখা মেলে একটি বিষাক্ত বিষধর সাপের৷ প্লেনের লাগেজ বাঙ্কার থেকে ঝুলছিল সাপটি৷ সাপটিকে আচমকা বিমানের মধ্যে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ এরই মধ্যে এক বিমানকর্মী সাপটির উপরে কম্বল চাপিয়ে দেন। এরপর বিমানটি মেক্সিকো সিটি পৌঁছলে তড়িঘড়ি ‘প্রায়োরিটি ল্যান্ডিং’ করানো হয়। এরপর ‘অ্যানিম্যাল কন্ট্রোল ওয়ার্কার্স’-এর দল সাপটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গেছে৷

যদিও এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি৷ তবে কীভাবে সাপটি বাঙ্কারে এলো এ বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি এরো মেক্সিকো বিমান সংস্থা৷ সূত্র: সংবাদ প্রতিদিন

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!