• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের আদেশ


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৬, ২০১৭, ১০:৫৯ এএম
এবার মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের আদেশ

ঢাকা: যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের আদেশে দিয়েছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এ পদক্ষেপ নিলেন তিনি।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় বুধবার তিনি সই করেন। সইয়ের পর ট্রাম্প জানান, দুই দেশের জনগণের নিরপত্তার জন্যই এ দেয়াল নির্মাণের ব্যবস্থা। 

প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও অবৈধ অভিবাসীদের তাড়ানো ছিল ট্রাম্পের আলোচিত দুই প্রতিশ্রুতি। নতুন প্রেসিডেন্ট নির্বাহী আদেশে সই করলেও দেয়াল নির্মাণের খরচ যোগাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এতে কয়েক বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে তিনি টিপিপি চুক্তি, ওবামাকেয়ার বাতিল, ৭ মুসলিম দেশর নাগরিকদের ভিসা দেওয়া বন্ধের বিষয়সহ বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে আলোচনা ঝড় তুলেছেন।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!