• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার যৌনতা নিয়ে সরব হলেন সানি


বিনোদন ডেস্ক আগস্ট ১৩, ২০১৬, ০৫:৩৫ পিএম
এবার যৌনতা নিয়ে সরব হলেন সানি

যৌনতা কারো কাছে কেবল আনন্দ, কারো কাছে বিকৃতি, কারো কাছে শুধু ভোগ্যবস্তু আবার কিছু মানুষের কাছে এটা প্রাকৃতিক এবং উপভোগ্য। বিশ্বের রক্ষণশীল দেশগুলোতে নারীদের উপর যৌন নির্যাতন বেশি হয়। সেখানকার সমাজ এই নির্যাতনের কথা প্রকাশ করতে দেয় না। করলেও উল্টো ধর্ষিতাকেই কঠিন শাস্তি পেতে হয়। আবার আধুনিক চিন্তাধারার মানুষের কাছে যৌনতা কোন নিষিদ্ধ বস্তু নয়। এর মাধ্যমেই টিকে আছে এবং বংশবিস্তার করে চলছে মানবজাতি। অনেক বছর আগে এই আধুনিক চিন্তার প্রকাশ ঘটিয়েছিলেন প্রখ্যাত দার্শনিক কার্ল মার্ক্স। তিনি বলেছিলেন ‘সমাজের উন্নতি পরিমাপ করা যায়, সমাজে নারীর অবস্থান দিয়ে।’

যৌনতা দুটি বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে যেমন সম্ভব তেমনি সমকামীরাও যৌনতায় আবদ্ধ হতে পারেন। তবে দুই ক্ষেত্রেই সঙ্গীর মনের কথা,

সঙ্গীর আবেদন, সঙ্গীর মত জানা একটি মানবিক কর্তব্য। কিন্তু কতজনই বা এটা করেন? একটা প্রচলিত ধারণা আছে যে  ‘মেয়েদের না, মানে হ্যাঁ’। যে পুরুষরা এমনটা ভাবেন এবং যৌনতায় লিপ্ত হন তা আদপে একটি মানসিক ব্যধি। সঙ্গীর ইচ্ছের বিরুদ্ধে যৌনতা তো অপরাধ। আইনি চোখে তা ধর্ষণের সমান।

সানি লিওন এবার এই সামাজিক এবং মানসিক বিষয়টিকেই খুব সোজাভাবে মানুষের কাছে তুলে ধরলেন। এই প্রাক্তন পর্নস্টার পেশাগত দিক থেকে অনেক সময়ই যৌনতায় লিপ্ত হয়েছেন, তিনি নিজেও একথা জানিয়েছেন, তবে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর মনোভাব জানা অবশ্যই দরকার এবং তাকে মান্যতা দেয়া মানবতার অভ্যাস, সেটাও স্পষ্ট ব্যক্ত হয়েছে তার কথায়। সঙ্গীর ইচ্ছেকে গুরুত্ব দেয়ার মধ্যে দিয়েই দৃঢ় হয় সম্পর্কের বাঁধন। তখন যৌনতা লালসা নয়। যৌনতার তখন উত্তরণ ঘটে পৃথিবীর আদি সৌন্দর্যে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!