• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার সিলেট থেকে শুরু হবে বিপিএল


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০১৭, ১২:১০ পিএম
এবার সিলেট থেকে শুরু হবে বিপিএল

ঢাকা: এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে সিলেট থেকে। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। বিপিএলের ফাইনাল হবে ১২ ডিসেম্বর।

এর আগে জানানো হয়েছিল, ২ নভেম্বর শুরু হবে বিপিএল। সোমবার প্রকাশিত চূড়ান্ত সূচিতে দেখা যাচ্ছে এক দিন পিছিয়েছে টুর্নামেন্ট।

এবারই বিপিএলে নতুন ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক হতে যাচ্ছে। উদ্বোধনীসহ মোট আটটি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। ১০ নভেম্বর ঢাকায় ফিরবে বিপিএল। প্রথম দফায় এখানে মোট ১৬টি ম্যাচ হবে। এরপর ২৪ নভেম্বর চট্টগ্রামে যাবে বিপিএল। সেখানে ম্যাচ হবে ১০টি।

২ ডিসেম্বর বিপিএল ঢাকায় ফিরে ৮ ডিসেম্বর হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ১০ ডিসেম্বর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সাত দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ১২ ডিসেম্বর।

এবার টুর্নামেন্টে বিরতি বেড়েছে। টানা তিন দিন খেলা রয়েছে মাত্র এক বার। এরপর দুই দিন খেলার পর পর বিরতি আছে। শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে বেলা আড়াইটায়। অন্য দিনগুলোতে ম্যাচ শুরু হবে বেলা ২টায়। শুক্রবারের দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ৭টায় বাকি দিনগুলোতে সেটি শুরু হবে ৭টায়।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!