• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার স্যাটেলাইটের তথ্য বাঁচাবে ম্যালেরিয়ার প্রকোপ থেকে


স্বাস্থ্য ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০১৭, ১০:৫২ এএম
এবার স্যাটেলাইটের তথ্য বাঁচাবে ম্যালেরিয়ার প্রকোপ থেকে

ঢাকা: ম্যালেরিয়ার প্রকোপ স্যাটেলাইটের তোলা ছবি বিশ্লেষণ করে আগাম তথ্য জানা ‌যাবে। এমনই কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবী প্রদক্ষিণকারী নাসার  স্যাটেলাইটের পাঠানো ছবি থেকে ম্যালেরিয়ার প্রকোপ শুরু হওয়ার অন্তত এক মাস আগেই তা বলে দেওয়া ‌যাবে। এ রকমই একটি সিস্টেম তৈরি করার চেষ্টা চলছে।

ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম প্যানের বক্তব্য, মালেরিয়া ছড়ানোর জন্য বাহকের প্রয়োজন। এ ক্ষেত্রে মশার বংশবিস্তারের ওপরে লক্ষ্য রাখার জন্য  স্যাটেলাইটের ওপরে নির্ভর করা ‌যেতে পারে। পাশাপাশি কোন পরিবেশে মশা বাড়ছে তাও নজর রাখা ‌যাবে এই স্যাটেলাইট দিয়েই।

ল্যান্ডস্যাট, গ্লেবাল প্রেসিপিটেশন মেজারমেন্ট, টেরা, অ্যাক্যুয়ার মতো উপগ্রহ থেকে কোনো এলাকার তাপমাত্রার হেরফের, মাটির আর্দ্রতা, বনাঞ্চল সম্পর্কিত তথ্য দিয়ে থাকে। ওইসব তথ্য থেকেই ম্যালেরিয়ার প্রকোপ আগাম বলে দেওয়ার চেষ্টা করবে নাসা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!