• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবার হোয়াইট হাউজের মুখপাত্র স্পাইসারের পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২২, ২০১৭, ০৯:৫৭ এএম
এবার হোয়াইট হাউজের মুখপাত্র স্পাইসারের পদত্যাগ

ঢাকা: এবার যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার পদত্যাগ করেছেন। যাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্তাভাজন হিসেবেই মনে করা হতো। বিবিসির সংবাদে বলা হয় নতুন একজনকে ট্রাম্পের শীর্ষ যোগাযোগ কর্মকর্তা নিয়োগ করার প্রতিবাদে স্পাইসার পদত্যাগ করেন।

হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ট্রাম্প তার দীর্ঘদিনের সমর্থক, ওয়াল স্ট্রিটের অর্থ যোগানদাতা এন্থনি স্কারামুচিকে নতুন যোগাযোগ পরিচালক হিসাবে নিয়োগ দেয়ায় নাখোশ হয়েছেন স্পাইসার।

যুক্তরাষ্ট্রে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের অভিযোগ নিয়ে হোয়াইট হাউজ তদন্তের ‍মুখে থাকার সময়টিতেই প্রেসিডেন্টের যোগাযোগ শিবিরে এ রদবদল ঘটল।

হোয়াইট হাউজে মেয়াদের বেশির ভাগ সময় প্রেস সেক্রেটারি এবং যোগাযোগ পরিচালক- দুই দায়িত্বই পালন করেছেন স্পাইসার। একের পর এক সৃষ্ট বিতর্কে বিশেষ করে ট্রাম্পের নির্বচনী প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার কর্মকর্তাদের যোগাযোগের বিষয়টি নিয়ে হোয়াইট হাউজের প্রতিক্রিয়ার বিষয়টি তিনিই তদারক করতেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!