• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার ৪৩-০ গোলে জিতলো নৌবাহিনী


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৯, ২০১৭, ০৯:৩২ পিএম
এবার ৪৩-০ গোলে জিতলো নৌবাহিনী

ঢাকা: রেকর্ডকে সঙ্গী করেই শুরু হয়েছে ৩১তম জাতীয় হকি গোল্ডকাপ। এবাই প্রথম সর্বোচ্চ ৩২টি দল অংশ নিয়েছে এবারের প্রতিযোগিতায়। উদ্বোধনী দিনেই বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (২৯ এপ্রিল) নিজেদের রেকর্ড ভেঙে আরো বড় ব্যবধানে জিতেছে এই সাভিসেস দলটি। রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নড়াইল জেলাকে ৪৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নৌবাহিনী।

বলতে দ্বিধা নেই এবারের জাতীয় গোল্ডকাপ হকিতে রীতিমত গোলের বন্যা বয়ে যাচ্ছে। গোলের সাথে সাথে হ্যাটট্রিক হচ্ছে সমান তালে। গেল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) উদ্বোধনী দিনে গাজীপুর জেলাকে ৩১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল নৌবাহিনী। আজ তারা জিতলো আরো বড় ব্যবধানে। ৪৩-০ গোলের এই জয়ে একাই করেন ৯ গোল করেছেন  দ্বীন ইসলাম ইমন। তবে হ্যাটট্রিকের সৌভাগ্য হয়নি তার। তবে ঠিকই হ্যাটট্রিক তুলে নিয়েছেন ফজলে হোসেন রাব্বি (৫), রোমান সরকার (৪) এবং ইমরান হাসান পিন্টু (৩)। হ্যাটট্রিক করেননি মামুনুর রহমান চয়ন (৩), আশরাফুল ইসলাম (৩), কামরুজ্জামান রানা (৩) এবং রাসেল মাহমুদ জিমি (১)।

দিনের অন্য খেলায় পটুয়াখালি ২-১ গোলে রাজশাহীকে, গাজীপুর জেলা ৬-১ মেহেরপুর জেলাকে, বিমান বাহিনী ২৭-০ গোলে খুলনা জেলাকে হারিয়েছে। বিমান বাহিনী ২৭-০ গোলে জিতলেও তাদের কোন গোলদাতার হ্যাটট্রিক হয়নি। এটাই বড় বিস্ময়ের জন্ম দিয়েছে।

এদিকে গোল আর হ্যাটট্রিকের ছড়াছড়ির ম্যাচ নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পর্যায়ের হকিতে হেরে যাওয়া দলগুলোর খেলার মান নিয়ে। দায়সারা গোছের দল দিয়ে টুর্নামেন্টে চালানোয় এর দায়ভার কোনভাবেই এড়াতে পারে না বাংলাদেশ হকি ফেডারেশন এমনটাই মনে করছেন হকিবোদ্ধারা।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

 

Wordbridge School
Link copied!