• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবারও এগিয়ে মেয়েরা


বিশেষ প্রতিনিধি জুলাই ১৯, ২০১৮, ০২:২১ পিএম
এবারও এগিয়ে মেয়েরা

ঢাকা : প্রতিবছরই পাসের হারে এগিয়ে থাকছে মেয়েরা। তারই ধারাবাহিকতায় এবারও এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে এগিয়ে আছে মেয়েরা।

সারাদেশে এ বছর গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে দেশের ১০টি বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৯.৭২ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৬৩.৮৮ শতাংশ।

গত বছর ১০টি বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬৮.৯১ শতাংশ। যেখানে মেয়েরা ৭০.৪৩ শতাংশ পাস করে, আর ছেলেদের পাসের হার ছিল ৬৭.৬১ শতাংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সারাদেশে পাসের হার ৬৬.৬২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। মোট পাস করেছেন ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!