• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবারও কাতারের বাংলাদেশ স্কুলে শতভাগ পাশ


প্রবাসে বাংলা ডেস্ক মে ৮, ২০১৮, ০৪:২২ পিএম
এবারও কাতারের বাংলাদেশ স্কুলে শতভাগ পাশ

ঢাকা: এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)পরীক্ষায় কাতারের একমাত্র বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে।

শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জসিমউদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।

অধ্যক্ষ জসিমউদ্দীন আহমদ জানান, এবার ১৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯ জন ছেলে এবং ১০ জন মেয়ে।

তিনি আরো জানান, এ বছর মোট ৬৩ জন পরীক্ষার্থী ছিল। যা সবাই পাস করেছে। স্কুলের এমন ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও রাষ্ট্রদূত আসুদ আহমদ এবং পরিচালক আনোয়ার খুরশিদ।

সোনালীনিউজ/জেডআরসি/জেএ

Wordbridge School
Link copied!