• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবারও ফলাফলে এগিয়ে মেয়েরা


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৯, ২০১৮, ০৪:৪৬ পিএম
এবারও ফলাফলে এগিয়ে মেয়েরা

ফাইল ফটো

ঢাকা: উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। তবে জিপিএ-৫-এ মেয়েদের থেকে এগিয়ে ছেলেরা।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। দুপুর দেড়টা থেকে ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান এবং যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও জানা যাচ্ছে।

অনুলিপি হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, এবার ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এরমধ্যে পাস করেছেন ৮ লাখ ৫৮ হাজার ৮০১ শিক্ষার্থী, যা গড়ে ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। ছাত্রের পাসের হার ৬৩ দশমিক ৮৮ শতাংশ, আর ছাত্রীর পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডে অর্থাৎ এইচএসসিতে পাস করেছেন ৬ লাখ ৯১ হাজার ৯৫৮ শিক্ষার্থী, যা গড়ে ৬৪ দশমিক ৫৫ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৫ হাজার ৫৬২ জন শিক্ষার্থী।

এবার ৮ বোর্ডে পাসের হারে এগিয়ে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ, পাস করেছে ৪৩ হাজার ৮৬১ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৭০ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ৫১ শতাংশ, পাস করেছে ৯২ হাজার ৬৭৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৩৮ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। পাসের হার ৬৬ দশমিক ১৩ শতাংশ, পাস করেছেন ২ লাখ ৪৪ হাজার ৫১২ জন, জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৯৩৮ জন।

গত কয়েক বছর পিছিয়ে পড়লেও এবার চতুর্থ অবস্থানে কুমিল্লা বোর্ড। পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ, পাস করেছেন ৬৭ হাজার ৮২০ জন।

পঞ্চম অবস্থানে চট্টগ্রাম বোর্ড। পাসের হার ৬২ দশমিক ৭৩ শতাংশ, পাস করেছেন ৬০ হাজার ৭৫৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১৩ জন।

ষষ্ঠ অবস্থানে রয়েছে সিলেট। এ বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ, পাস করেছেন ৪৪ হাজার ১২৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৮৭৩ জন।

সপ্তম অবস্থানে যশোর বোর্ড। পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ, পাস করেছে ৬২ হাজার ২৫৮ জন, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৯ জন এবং অষ্টম অবস্থানে রয়েছে দিনাজপুর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ, পাস করেছেন ৭১ হাজার ৯৫১ জন, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৯৭ জন।

মাদরাসা বোর্ডে অর্থাৎ আলিমে এবার পাস করেছেন ৭৬ হাজার ৯৩২ জন শিক্ষার্থী, যা গড়ে ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২৪৪ জন শিক্ষার্থী।

কারিগরী শিক্ষা বোর্ডে অর্থাৎ ভোকেশনালে এবার পাস করেছেন ৮৯ হাজার ৮৯ জন, যা গড়ে ৭৫ দশমিক ৫০ শতাংশ। এর মধ্যে ২ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলেন ৩৭ হাজার ৭২৬ জন।

সেই হিসেবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার কমেছে ২ দশমিক ২৭ পয়েন্ট। এ ছাড়া জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮ হাজার ৪৬৪ জন।

গত ২ এপ্রিল শুরু হয় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরিসহ মোট ১০টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ১১হাজার ৪৫৭ জন শিক্ষার্থী।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!