• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবারো আটকে গেল ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৬, ২০১৭, ১২:১১ পিএম
এবারো আটকে গেল ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ঢাকা: ছয় মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের যে নিষেধাজ্ঞা জারি করেছিলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা এবারো আটকিয়ে দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৬ মার্চ) মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। এর আগেই এই আদেশটি অটকিয়ে দিয়েছেন দেশটির হাওয়াই অঙ্গরাজ্যের এক ফেডারেল বিচারক।

স্থানীয় সময় বুধবার রাতে ডিস্ট্রিক্ট জাজ ডেরিক ওয়াটসন এক আদেশে ওই নিষেধাজ্ঞা আটকে দিয়েছেন। ওয়াটসন বলেছেন সরকার জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে যে নিষেধাজ্ঞা জারি করতে চাইছে তা 'প্রশ্নবিদ্ধ'।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রতিক্রিয়ায় বিচারকের এমন আদেশকে 'বিচার বিভাগের' অভিনব কৌশল' বলে বর্ণনা করেন।

তিনি বলেছেন, “এর জন্য যতদূর যেতে হয় যাব, এমনকি সুপ্রিম কোর্টেও। এবং আমরা অবশ্যই জিতব।”
গত ৬ মার্চ জারি করা এই আদেশে ছয়টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ রাখা হয়েছে ১২০ দিন, যা কার্যকর হওয়ার কথা ছিল ১৬ মার্চ থেকে।

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে গত সপ্তাহেই মামলা করে হাওয়াই অঙ্গরাজ্য। জানুয়ারিতে ট্রাম্পের প্রথম নির্বাহী আদেশের বিরুদ্ধেও মামলা করেছিল হাওয়াই; নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আগের মামলাই সংশোধন করে দাখিল করা হয়। সূত্র: বিবিসি।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!