• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এভিয়েশন সেক্টরে সহযোগিতা করতে চায় কানাডা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০১৮, ০৮:৫৮ পিএম
এভিয়েশন সেক্টরে সহযোগিতা করতে চায় কানাডা

ঢাকা:  Certification of Air Craft, Aviation safety & security ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী কানাডা। এ ছাড়াও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ারক্রাফট (যা জলপথে চলতে সক্ষম) সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে কানাডা

বুধবার (১০ জানুয়ারি) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ,কে, এম শাহজাহান কামাল এমপির সাথে বাংলাদেশে  কানাডিয়ান হাই কমিশনা বেনওয়া প্রেফন্টেল (Benoit Pre`fontaine)  সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন। মন্ত্রী হাইকমিশনারকে এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলেন। 

এছাড়াও সম্প্রতি অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত জি টু জি ভিত্তিতে কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বারডিয়ার থেকে বাংলাদেশ বিমানের জন্য তিনটি ড্যাশ-৮ সরবরাহের ব্যাপারে আলোচনা হয়। 

এ সময় বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান ও এএইচএম জিয়াউল হক উপস্থিত ছিলেন। 

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!