• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এমকে আনোয়ারের মৃত্যুতে ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের শোক


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৪, ২০১৭, ০৪:৫৫ পিএম
এমকে আনোয়ারের মৃত্যুতে ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের শোক

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, দেশ বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল এনএলসি।

মঙ্গলবার(২৪ অক্টোবর) সকালে শোকবার্তায় এনএলসির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এসএম জুলিফিকার আলী জুনু বলেন, এম কে আনোয়ারের নিয়মনিষ্ঠা, কথা ও কাজে অসাধারণ সামঞ্জস্য ছিল মরহুম এম কে আনোয়ারের অন্যতম বৈশিষ্ট্য। তার সততা ও নিষ্ঠা ছিল ‌ঈর্ষণীয় উচ্চতায়। সেই কারণে পেশাগত জীবনে সরকারি সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকেও তিনি তার অমলিন ব্যক্তি-মর্যাদা অক্ষুণ্ন রাখতে সক্ষম হয়েছিলেন।

তার মৃত্যুতে তার পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। আমি তার আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এমন নেতার চলে যাওয়ায় সত্যিকার দেশপ্রেমিক ও রাজনীতিক হারিয়েছে এ দেশের মানুষ। প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের নিজ বাসায় এম কে আনোয়ারের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!