• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমন রূপ দেখেনি কেউ আগে! (ভিডিও)


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ১১, ২০১৮, ০২:০১ পিএম
এমন রূপ দেখেনি কেউ আগে! (ভিডিও)

এটাই কলকাতার নতুন জয়া-যিশু

ঢাকা: এমন রূপ দেখেনি কেউ আগে! না জয়া আহসান, না কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্তের ! একেবারেই অন্যভাবে কলকাতায় হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় দুই শিল্পী। আগেই শোনা গিয়েছিল সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তারা। এবার ট্রেলার প্রকাশের পর দেখা গেল আসল চমক।

গতকাল ১০ সেপ্টেম্বর দুপুরে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করেছে। যা দেখে অনেকেই যেমন চমকে গেছেন, তেমনি হয়েছেন মুগ্ধ।

দেখা যায়, অদ্ভুত এ সন্ন্যাসী হয়ে হাজির হয়েছেন যীশু সেনগুপ্ত। সে মূলত রাজা। তার ছোট বোন হিসেবে আছেন জয়া। মৃত রাজার সন্ন্যাসীরূপে ফিরে আসার দ্বন্দ্ব নিয়েই এর গল্প।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রন্থ অবলম্বনে তৈরি হয়েছে এর চিত্রনাট্য। এতে রয়েছে ভাওয়াল সন্ন্যাসীর জীবনের ছায়া। বিংশ শতকের প্রথম ভাগে করা তার মামলা আজও আলোচিত। 

অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল এস্টেটের (বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত) কর্তৃত্ব নিয়ে এই মামলার মূল প্রতিপাদ্য ছিল বাদীর পরিচয়। বাদী নিজেকে ভাওয়ালের রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায় হিসেবে দাবি করেছিলেন। এক দশক আগে যার মৃত্যু হয়েছিল বলে সবাই জানতো।

জয়া আর যীশু ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন অপর্ণা সেন, রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী। ‘এক যে ছিল রাজা’ মুক্তি পাবে আগামী দুর্গাপূজা উপলক্ষে।

ছবির ট্রেলার:

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!