• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমপি কেয়ার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ


হবিগঞ্জ প্রতিনিধি নভেম্বর ১৭, ২০১৭, ০২:২২ পিএম
এমপি কেয়ার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ: জেলার বাহুবলের মিরপুরে বেদে পল্লীতে ত্রাণ ও চেক বিতরণকালে হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উপর হামলার ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ।

এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

জানা যায়, গত ১০ নভেম্বর সন্ধায় বাহুবলের বেদে পল্লীতে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ ও চেক বিতরণের সময় হবিগঞ্জ সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উপর হামলা চালায় উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়ার লোকজন।

এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জ যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই দিক থেকে প্রায় শতাধিক যানবাহন ওই এলাকায় আটকা পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পরে নেতাকর্মীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পরে শায়েস্তাগঞ্জ গোলচত্তরে স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা আব্দুল মন্নানের সভাপতিত্বে ও রকিব মাস্টার’র পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- যুবলীগ নেতা আছাদুজ্জামান রুবেল, সফিকুর রহমান, শামীমুর রহমান, ছাত্রলীগ নেতা খলিলুর রহমান, সুয়েব মিয়া, খায়রুল আলম, হারুন মিয়া, স্বাধীন স্বেচ্ছাসেবি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোতাব্বির হোসেন কাজল, মাওলানা বদরুল আলম বিপ্লবি প্রমুখ।

এ সময় বক্তারা এমপি কেয়া চৌধুরীর উপর হামলার অন্যতম সহযোগি উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও তার লোকজনের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!