• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এমপি লিটনের মৃত্যুতে প্রধানমন্ত্রী-স্পিকারের শোক


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩১, ২০১৬, ০৯:৩৩ পিএম
এমপি লিটনের মৃত্যুতে প্রধানমন্ত্রী-স্পিকারের শোক

ঢাকা: গাইবান্ধা ১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তার মৃত্যুতে জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে আইনগত ব্যবস্থার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শনিবার (৩১) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিদায়ী বছরের শেষ মুহূর্তে বামনডাঙ্গা ইউনিয়নের নিজ বাড়ি শাহাবাগে তিনি গুলিবিদ্ধ হন সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে বিতর্কিত হওয়া গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এ সংসদ সদস্য। আহত অবস্থায় এমপিকে নেয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

মাগরিবের নামাজের পরপর মোটর সাইকেলে অজ্ঞাতপরিচয় তিন যুবক বাড়িতে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায় বলে জানান সংসদ সদস্যের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান।

গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সংসদ সদস্যকে রংপুর মেডিকেল কলেজে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. বিমল চন্দ্র রায় সাংবাদিকদের জানান, এমপি লিটনকে বাঁচানোর চেষ্টায় তারা সফল হননি। লিটনের বুকের বাম দিকে দুটো এবং বাম হাতে একটি গুলি লেগেছিলো।

তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান। তিনি বলেন, কে বা কারা কেন ও কী কারণে তাকে গুলি করেছে তা জানা যায়নি।

ঘটনার পর লিটন সমর্থকরা বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। ৪৮ বছর বয়সী মঞ্জুরুল ইসলাম লিটন এবারই প্রথম সংসদ সদস‌্য নির্বাচিত হন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (মেরিন) লিটন আনন্দ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ছিলেন।

গেল ২০১৫ সালের ২ অক্টোবর সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের পিস্তলের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদত হোসেন সৌরভ (১২)। এ ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে।

পরদিন ৩ অক্টোবর শিশু সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মামলা দায়েরের ১২দিন পর ঢাকার উত্তরা এলাকা থেকে পুলিশ এমপি লিটনকে গ্রেপ্তার করে। গাইবান্ধা জেলা কারাগারে ২৪ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান বিতর্কিত ওই এমপি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!