• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এমপির দেয়াল ভাঙলো ইউএনও


খুলনা প্রতিনিধি ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ০৬:১১ পিএম
এমপির দেয়াল ভাঙলো ইউএনও

খুলনা: জেলার পাইকগাছা পৌরসভা এলাকায় সাংসদ শেখ মো. নূরুল হকের তোলা দেয়াল ভেঙে ফেলা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত থেকে দেয়াল ভেঙে দেয়া হয়।

গত বছরের জানুয়ারিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরল গ্রামের আবদুল আজিজ গোলদারের বাড়ির চারপাশের দেয়াল তুলে দেন স্থানীয় খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য শেখ মো. নূরুল হক। তার দাবি আবদুল আজিজের বাড়ির চারপাশের ৫০ শতক জমি তাদের। ওই দেয়ালের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে আবদুল আজিজের পরিবার। তাদের মই লাগিয়ে দেয়ালের ওপর দিয়ে এবং গর্ত খুঁড়ে দেয়ালের নিচ দিয়ে চলাচল করতে হতো। এক বছর ধরেই এমন অবস্থা চলছিল।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফকরুল হাসান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেলা একটার দিকে গিয়ে দেয়াল ভেঙে আজিজের পরিবারের জন্য যাতায়াতের পথ তৈরি করে দেয়া হয়েছে।


সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!