• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমবিবিএস ভর্তি পরীক্ষায় নম্বর কাটার রিটের শুনানি মুলতবি


আদালত প্রতিবেদক আগস্ট ২৮, ২০১৭, ০১:৪১ পিএম
এমবিবিএস ভর্তি পরীক্ষায় নম্বর কাটার রিটের শুনানি মুলতবি

ফাইল ছবি

ঢাকা: নতুন শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আগের বছর এইচএসসি উত্তীর্ণদের প্রাপ্ত মোট নম্বর থেকে পাঁচ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে-সরকারের এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আইনজী ইউনুছ আলী আকন্দ  জানান, পত্রিকার মাধ্যমে জেনেছি এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির ৬নং অনুচ্ছেদে দ্বিতীয়বার পরীক্ষার্থীদের থেকে ৫ নম্বর কাটা হবে। অন্যদের কাটা হবে না। এটা সমতার লংঘন। এই সিদ্ধান্ত বৈষম্যমূলক। জানান আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!