• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এরশাদের আপিল শুনানি ৩০ নভেম্বর


আদালত প্রতিবেদক নভেম্বর ১৫, ২০১৬, ০৭:৪০ পিএম
এরশাদের আপিল শুনানি ৩০ নভেম্বর

ঢাকা: দুর্নীতি মামলায় সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের সাজার বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়ে আগামি ৩০ নভেম্বর ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিচারপতি রুহুল কুদ্দুসের হাই কোর্টের একক বেঞ্চ এ দিন ধার্য করেন।

এরশাদের আইনজীবীর সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করা হয়। এরশাদের পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

আইনজীবী শেখ সিরাজুল ইসলাম বলেন, মানবিকসহ ব্যক্তিগত কারণ দেখিয়ে চার সপ্তাহের সময় আবেদন করা হয়েছে। আদালত দুই সপ্তাহ সময় দিয়েছেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টে এই মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হবে। দীর্ঘ ২৪ বছর পর এইচএম এরশাদের সাজার বিরুদ্ধে আপিল শুনানি শুরু করতে উদ্যোগ নেয় দুদক।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!