• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এরশাদের জোটে কারা?


এম সুজন আকন মে ৮, ২০১৭, ১২:২৫ পিএম
এরশাদের জোটে কারা?

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ৫৮ রাজনৈতিক দল নিয়ে ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স (ইউএনএ) বা ‘সম্মিলিত জাতীয় জোট’ ঘোষণা করা হয়েছে।

রোববার (৭ মে) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এরশাদ নবগঠিত জোটের চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করেন। সেই সঙ্গে জোটের প্রধান মুখপাত্র হিসেবে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার দায়িত্ব পালন করবেন বলেও জানান।

দলের সংখ্যার দিক থেকে এটি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক জোট হলেও এ জোটের দলগুলোর বেশির ভাগেরই দলীয় কার্যালয় নেই। দলগুলো নামসর্বস্ব।

গত কয়েক মাস ধরেই এরশাদ তার নতুন জোট গঠন নিয়ে নানা ঘোষণা দিয়ে আসছিলেন। তবে শেষ পর্যন্ত পর্বতের মুষিক প্রসবের মতো কাণ্ড করলেন তিনি। মোট ৫৮টি দল থাকলেও এগুলোর একটিরও সারাদেশে কার্যক্রম নেই। তারা যেমন অপরিচিত, তেমনি নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার মতো যোগ্যতাও নেই। এই দলগুলো এর আগে কখনও জাতীয় নির্বাচনে অংশ নেয়নি অথবা অংশ নিলেও উল্লেখযোগ্য সংখ্যক ভোট পায়নি।

তবে এই দলগুলো নিয়েই দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান এরশাদ। পাশাপাশি নির্বাচনে ভালও করতে চান। তিনি বলেন, ‘জোটের দীর্ঘস্থায়িত্বের জন্য রাজনৈতিক বিপদে আপদে সুদিনে-দুর্দিনে শরিকরা একে অপরের পাশে থাকবে। আমাদের অঙ্গিকার থাকবে নীতিমালা লঙ্ঘন ব্যাতিত কোনভাবে স্বার্থের বশবর্তী হয়ে কেউ জোট ছেড়ে যাব না।’

জোটের দলগুলোর মধ্যে আছে প্রতিবাদী জনতা পার্টি, জনতা পার্টি, আমজনতা পার্টি, জনতা ফ্রন্ট, ইসলামি মূল্যবোধ সংরক্ষণ পার্টি, খেদমতে খালক পার্টি, সচেতন হিন্দু পার্টির মতো বাহারি নামের প্যাডসর্বস্ব অনেক দল।

বাংলাদেশে এখন নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৪০। জাপার নেতৃত্বদানকারী জোটে নিবন্ধিত দলের সংখ্যা মাত্র ২। দেশের রাজনীতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছ ১৪-দলীয় জোট। আর বিএনপির নেতৃত্বাধীন জোটে দল আছে ২০টি। এ দুই জোটেরও সব দলের নিবন্ধন নেই।

দুটি নিবন্ধিত দল জাপা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং জাতীয় ইসলামী মহাজোট ও বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) সমন্বয়ে নতুন এই জোট করা হয়েছে। ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ বলেছেন, তাদের জোটে দল আছে ৩৩টি। আর বিএনএর চেয়ারম্যান সেকেন্দার আলী জানিয়েছেন, তাঁদের জোটে দলের সংখ্যা ২১।

বিএনএ জোটের ২১টি দল হলো বাংলাদেশ লেবার পার্টি (একাংশ), গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি, আমজনতা পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, আওয়ামী পার্টি বাংলাদেশ, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ইসলামি ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ প্রতিবাদী জনতা পার্টি, বাংলাদেশ তফসিল ফেডারেশন, বাংলাদেশ সচেতন হিন্দু পার্টি, ইউনাইটেড মুসলিম লীগ, বাংলাদেশ গণজাগরণ পার্টি, বাংলাদেশ গ্রামীণ পার্টি, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ, তৃণমূল লীগ, গণ-অধিকার পার্টি, বাংলাদেশ ন্যাশনাল মাইনরিটি পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জনতা ফ্রন্ট, জাতীয় হিন্দু লীগ ও বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি।

ইসলামী মহাজোটের ৩৩টি দল হলো- জাতীয় ইসলামী জোট, ওলামা মাশায়েখ সমন্বয় পরিষদ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক ফেডারেশন, জমিয়তে মুসলেমিন বাংলাদেশ, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক লীগ, শরিয়া আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জনতা পার্টি, খেলাফত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ ইসলামিক জনকল্যাণ পার্টি, জাতীয় শরিয়া আন্দোলন, বাংলাদেশ ইসলামী গণ-আন্দোলন, জাতীয় ইসলামী আন্দোলন, জাতীয় ইসলামিক মুভমেন্ট, ইসলামি মূল্যবোধ সংরক্ষণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাপ ভাসানী, বাংলাদেশ ইসলামী আক্বীদা সংরক্ষণ আন্দোলন, খেদমতে খালক পার্টি, বাংলাদেশ ইত্তেহাদুল মুসলেমিন, বাংলাদেশ সোশ্যাল ডেভেলপমেন্ট বই পার্টি, হেফাজতে মুসলেমিন বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত বাস্তবায়ন পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ খেলাফাতুল উম্মাহ, বাংলাদেশ আকিমুদ্বীন মজলিশ, ইসলামী আক্বীদা সংরক্ষণ পার্টি, ইউনাইটেড ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামি পার্টি, ইসলামী সমাজকল্যাণ আন্দোলন, লিবারেল পার্টি বাংলাদেশ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!