• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এশিয়া কাপের পর বদলে গেছেন মিঠুন


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৫, ২০১৮, ০৬:৩১ পিএম
এশিয়া কাপের পর বদলে গেছেন মিঠুন

ফাইল ছবি

ঢাকা: এশিয়া কাপের আগের মিঠুন আর পরের মিঠুনের মধ্যে অনেক পার্থক্য। আগে আত্মবিশ্বাস ছিল তলানিতে। আর এখন টগবগ করে ফুটছেন মোহাম্মদ মিঠুন। এখন অনেক আত্মবিশ্বাসী, অনেক বেশি পরিণত। মিঠুন নিজের প্রতি বিশ্বাসটা রাখতে পারছেন। যেটা আগে খুব একটা দেখা যায়নি। মিঠুন বলছেন, ‘পরিবর্তন আসলে ওই রকম কিছু নয়। আগের মতোই আছি। কেবল আত্মবিশ্বাসটাই বেড়েছে।’

এশিয়া কাপের আগে মিঠুনের মধ্যে এক ধরণের জড়তা কাজ করত। এখন আর সেটা করে না। এশিয়া কাপে ভালো করার পুরস্কার হিসেবে পেয়েছেন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে সুযোগ। এই প্রথমবার পরপর দুটি সিরিজে খেলবেন মিঠুন,‘ আগে একটা জড়তা কাজ করত। না পারলে আবারও দলের বাইরে, এই চিন্তা কাজ করত। এখন সেটা আপাতত নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য এসেছে। এখন আত্মবিশ্বাস আছে এই পর্যায়ে ভালো করতে পারব।’

এশিয়া কাপ মিঠুনের স্বপ্নকে বড় করেছে। তিনি এখন বিশ্বকাপে খেলার কথা ভাবতেই পারেন। তবে মিঠুন এখনই বিশ্বকাপ নিয়ে ভাবতে রাজি নন,‘ আমি আসলে ম্যাচ ধরে ধরে পরিকল্পনা করি। একটা সিরিজ শেষ হয়েছে। আপাতত জিম্বাবুয়ে সিরিজ নিয়ে চিন্তা করছি। বিশ্বকাপের এখনো অনেক সময় বাকি। এর মধ্যে সুস্থ থাকতে হবে, পারফর্ম করতে হবে। যদি ম্যাচ বাই ম্যাচ, সিরিজ বাই সিরিজ ভালো করতে থাকি, তাহলে আমি বিশ্বকাপে সুযোগ পাব। আর বিশ্বকাপের স্বপ্ন তো সবারই থাকে। আমারও স্বপ্ন আছে বিশ্বকাপে খেলার। তবে তার আগে অনেকগুলো ধাপ পার করতে হবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!