• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এশিয়া কাপের প্রাথমিক দলে নতুন তিন মুখ


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৪, ২০১৮, ০৬:৪৯ পিএম
এশিয়া কাপের প্রাথমিক দলে নতুন তিন মুখ

ফাইল ছবি

ঢাকা: আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। এবার খেলা হবে ওয়ানডে ফরম্যাটে। ফলে রঙিন হয়ে উঠেছে বাংলাদেশের স্বপ্ন। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরের সাফল্য আত্মবিশ্বাস যোগাচ্ছে লাল সবুজের জার্সিধারীদের। মঙ্গলবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
   
দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং ফজলে রাব্বি মাহমুদ। সম্প্রতি ‘এ’ দলের হয়ে দুর্দান্ত নৈপুন্য প্রদর্শন করায় দলে রাখা হয়েছে তাদের। তবে এই দলে জায়গা হয়নি অলরাউন্ডার নাসির হোসেন ও পেসার তাসকিন আহমেদের। সম্প্রতি ফেসবুকে দুই তরুণকে হুমকি দেয়ার অভিযোগ ওঠার পরও দলে রাখা হয়েছে সাব্বির রহমানকে।   

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে প্রাথমিক দলের প্রস্তুতি। সেখান থেকেই বাছাই করা হবে এশিয়া কাপের জন্য ১৪ কিংবা ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড।

বাংলাদেশ প্রাথমিক দল: মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি মাহমুদ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!