• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়ান গেমসের জন্য প্রস্তুত জিমি-চয়নরা


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৩, ২০১৮, ০৮:২২ পিএম
এশিয়ান গেমসের জন্য প্রস্তুত জিমি-চয়নরা

ফাইল ছবি

ঢাকা: আগামী ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ান জাকার্তা ও পালেমবাং শহরে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে বৃহৎ ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমস। উদ্বোধনের পরদিন শুরু হবে হকি প্রতিযোগিতা। তবে ২০ আগস্ট ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ হকি দলের এশিয়ান গেমস মিশন। তার আগে ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন মাইনুল-চয়নরা। ১৫ আগস্ট ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে হকি দল।

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষভাগে প্রতিপক্ষের কৌশল-সামর্থ্য নিয়ে চলছে কোচ গোপীনাথান কৃষ্ণমূর্তির বিশ্লেষণ। প্রতিপক্ষের ছক মাথায় রেখেই প্রস্তুতি সারছেন জিমি চয়নরা। মনস্তাত্ত্বিক দিক থেকে উন্নতি এলেও জিমিদের ফিটনেস নিয়ে পুরো সন্তুষ্ট নন কোচ।

এশিয়ান গেমসের আগে প্রস্তুতি ম্যাচে নেই উল্লেখযোগ্য অর্জন। তবে সময়ের সাথে দ্রুত উন্নতি এসেছে পারফর্মেন্সে। নতুন কোচের (অবশ্র এর আগেও স্বল্পমেয়াদে একবার কোচ ছিলেন বাংলাদেশ দলের) অধীনে পালটে গেছে জিমিদের বডি ল্যাংগুয়েজ। মিশন জাকার্তায় শপথটা লড়াকু হকির।

সময়ের সাথে উন্নতি করেছেন জিমি-চয়নরা। তবে এশিয়ান গেমসের পরিসর বিবেচনায় সন্তুষ্ট নন কোচ কৃষ্ণমূর্তি। মনস্তাত্ত্বিক দিক থেকে পরিবর্তন এলেও তবে ফিটনেস নিয়ে হতাশা আছে লাল-সবুজ কোচের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মাত্র দুই মাস সময় পেয়েছি। দুই মাস লম্বা সময় মনে হচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে এশিয়ান গেমসের জন্য পুরো প্রস্তুতি শেষ করা সম্ভব নয়। আমি যেটা চেষ্টা করেছি, অগ্রাধিকার ভিত্তিতে অনুশীলনে কাজ করেছি। সময় পেলে ফিটনেস নিয়ে আরও করতাম।’

প্রস্তুতি ম্যাচে নতুনদের শিখিয়েছেন দায়িত্ব নিতে। শেষ মুহূর্তে কাটাছেঁড়া চলছে প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে। তাদের শক্তির জায়গাগুলো বিশ্লেষণ করেই চালানো হচ্ছে অনুশীলন।
কোচ আরও বলেন, ‘আমি সিনিয়রদের ওপর অতি-নির্ভরতা কমানোর চেষ্টা করছি। লক্ষ্য দলে ভারসাম্য আনা। ভারত-কোরিয়া সফরের পর নতুনরা আরও আত্মবিশ্বাসী হয়েছে। টেকনিক্যালি-ট্যাক্টিকালি ওরা উন্নতি করেছে। কিন্তু যথেষ্ট প্রস্তুতি ম্যাচের অভাবে আয়োজন সম্পূর্ণ হচ্ছে না।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!