• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল


নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০১৮, ০১:৪৭ পিএম
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল

ঢাকা : নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ১টির নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দলটির নাম ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন।

মঙ্গলবার (১২ জুন) সভায় রাজনৈতিক দলগুলোর তালিকায় ২৯ নম্বরে থাকা দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি। মঙ্গলবার দুপুরে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির নিবন্ধনের আর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে কমিশনের ৩১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসির ৪ কমিশনারও উপস্থিত ছিলেন।

কমিশন বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, আমরা এর আগে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে বিভিন্ন তথ্য চেয়েছিলাম। সবাই সেসব তথ্য দিলেও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন সময়মতো কমিশনে তথ্য জমা না দেওয়ায় দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে। বর্তমানে ইসির নিবন্ধনে ৩৯টি রাজনৈতিক দল অবশিষ্ট থাকল।  

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের সভাপতি ড. কাজী ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ পিন্টু। দলটির নির্বাচনী প্রতীক চাবি। মিরপুরের পল­বীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়। প্রসঙ্গত, এর আগে স্থায়ী সংশোধিত গঠনতন্ত্র দিতে না পারায় ২০০৯ সালে ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল করে দেয় ইসি। এবং আদালতের আদেশে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!