• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঐতিহ্যবাহী বোমাং রাজপুন্যাহ মেলা শুরু


বান্দরবান প্রতিনিধি ডিসেম্বর ২১, ২০১৬, ০৬:৫১ পিএম
ঐতিহ্যবাহী বোমাং রাজপুন্যাহ মেলা শুরু

রাজার ঐতিহ্যবাহী খাজনা আদায় উৎসব রাজপুন্যাহ মেলা

বান্দরবান: জেলায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী বোমাং রাজার ঐতিহ্যবাহী খাজনা আদায় উৎসব রাজপুন্যাহ মেলা। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ঐতিহ্যের ধারাবাহিক নিয়ম অনুযায়ী রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু রাজ পোষাকে সজ্জিত হয়ে তরবারী হাতে বাদ্যের তালে তালে উজির নাজীর ও সৈন্য সামন্ত নিয়ে রাজার মাঠে নির্মিত রাজ সিংহাসনে আরোহন করেন।

এসময় রাজা সিংহ কচিত সিংহাসনে বসে ১০৯টি মৌজার হেডম্যান, কারবারীসহ প্রজাদের কাছ থেকে অনুষ্ঠানিক খাজনা (কর) আদায় করেন। বোমাং সার্কেলের মৌজা হেডম্যান, কারবারীসহ প্রজারা নগদ টাকা, জুমে উৎপাদিত নানান শষ্য, মুরগী ও চোলাই মদসহ বিভিন্ন উপঢোকন রাজার হাতে তুলে দেন।

১৭তম বোমাং রাজার ১৩৯তম রাজ পুন্যাহ মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

রাজার ঐতিহ্যবাহী খাজনা আদায় উৎসব রাজপুন্যাহ মেলায় উপস্থিত অতিথিরা

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জিওসি জাহাঙ্গীর কবির তালুকদার, ৬৯পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার জোবায়ের ছালেহীন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রাঙ্গামাটি ও খাগরাছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ গন্যমান্য ব্যক্তিরা। তিনদিন ব্যাপী রাজপুন্যাহ মেলা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও থাকছে সার্কাস,মৃত্যুকুপ,হাউজি খেলা,পপসংগীতসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজার হাতে খাজনা তুলে দিতে এবং রাজাকে এক নজর দেখতে জেলার বিভিন্ন উপজাতীয় পল্লী থেকে হাজার হাজার নারী পুরুষ বান্দরবানে অবস্থান নিয়েছে। এছাড়াও  রাজপুন্যাহ মেলা দেখতে বান্দরবানে ভীড় জমিয়েছে হাজার হাজার দেশী বিদেশী পর্যটক।

এদিকে রাজ পুন্যাহ মেলাকে ঘিরে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্যাহ জানান, রাজপুন্যাহ মেলায় সকল ধরনের পরিস্থিতি মোকারেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও সিসি ক্যামরার মাধ্যমে পুরো মেলাকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!