• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ও আমাকে ধর্ষণ করেছে


মো. গোলাম মোস্তফা (দুঃখু) মার্চ ৩১, ২০১৮, ১০:১৭ এএম
ও আমাকে ধর্ষণ করেছে

ও আমাকে ধর্ষণ করেছে

মো. গোলাম মোস্তফা (দুঃখু)


শায়েস্তাগঞ্জের মেয়ে আমি,
নাম আমার বিউটি।
জীবন আমার গল্প বলে,
সবুজ বাংলার বুকে।

আমি থাকি মায়ের বুকে,
বিউটি লক্ষী হয়ে।
বাবা আমায় আদর করে,
লক্ষী শোনা বলে।

গরিব বলে নাইকো কষ্ট,
এই বাংলার বুকে।
বাবা আমায় ভালোবাসে,
দুই নয়নে রেখে।

বিউটির  মা, ও বিউটির মা
লক্ষী আমার কোথায়?
তোমার চোখে কান্না কেন!
বলবে না তুমি আমায়।

তোমার লক্ষী লাশ হয়েছে,
ধান ক্ষেতের মাঝে।
রাতের আধারে মানুষ কুকুর,
খেয়েছে ওকে ছিঁড়ে।

বাবা আমি এখানে,
লাশ হয়ে আছি পড়ে
সবুজ বাংলার বুকে।
বাবা আমায়  ক্ষমা করো,
বাঁচতে পারিনি বলে।

চোখে আমার পুতুল খেলা
বাড়ীর চার পাশে।
ছোট খুকি আমার নাম
সবাই আমায় ডাকে।

পুকুর পাড়ে খেলা করি
টিয়া সাথীদের সাথে।
বিকাল বেলা ঘরে ফিরি
মায়ের ডাকের আগে।

চকলেট দিবে এমন বলে,
নিলো আমায় ডেকে।
বাবার বয়সে দেখতে পুরুষ,
নিলো জীবন কেড়ে।

খুকি আমার গেলি কোথায়?
সন্ধ্যা নামার সাথে।
মা আমি লাশ হয়েছি
মানুষ কুকুরের হাতে।

তুমি কে বোন?
কান্না কেন করছো?
রক্ত মাখা দেহে!
আমি হলাম ছোট খুকি।
মানুষ কুকুর খেয়েছে আমায়
সন্ধ্যা নামার সাথে।

একি কষ্ট আমার দেহে
দেখ তুমি চেয়ে।
আমার দেহে রক্ত মাখা
করেছে ধষর্ণ- রাতের আধারে
আমায় একা পেয়ে।

বলতে চাই বলতে পারি না
মৃত দেহ নিয়ে।
ও আমাকে ধষর্ণ করেছে
মানুষ কুকুর হয়ে।

লেখক: বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!