• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওজনে কম দেয়ায় ৩ ফিলিং স্টেশনকে জরিমানা


কুষ্টিয়া প্রতিনিধি এপ্রিল ২৫, ২০১৮, ০৬:০৮ পিএম
ওজনে কম দেয়ায় ৩ ফিলিং স্টেশনকে জরিমানা

কুষ্টিয়া: ওজনে কম দেয়ার দায়ে কুষ্টিয়ার ভেড়ামারায় ৩টি ফিলিং স্টেশনকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মখর্তা (ইউএনও) মারুফ সোহেল অভিযান চালিয়ে ওই জরিমানা করেন।

জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো- ভেড়ামারার খালেক ফিলিং স্টেশন, বারমাইল এলাকার মিজান ফিলিং স্টেশন ও শাহার ফিলিং ষ্টেশন। তাদের মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তেলের পাম্প তিনটি ওজনে কম তেল দিয়ে আসছিল। ওই অভিযোগে বুধবার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযোগের সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ও দি স্ট্যান্ডার্ডস অব ওয়েট এন্ড মেজার্স অধ্যাদেশ ১৯৮২ অনুসারে শাহার ফিলিং স্টেশনকে ৩০ হাজার, মিজান ফিলিং স্টেশনকে ৩০ হাজার ও খালেক ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ সোহেল।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!