• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওবামার হিরোশিমা স্মৃতিসৌধ পরিদর্শনের পরিকল্পনায় ক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক মে ২৬, ২০১৬, ০৬:০৩ পিএম
ওবামার হিরোশিমা স্মৃতিসৌধ পরিদর্শনের পরিকল্পনায় ক্ষোভ

জাপানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় ক্ষতিগ্রম্ত কোরীয়দের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হিরোশিমা স্মৃতিসৌধ পরিদর্শনে যাওয়ার পরিকল্পনার বিরুদ্ধে বৃহস্পতিবার প্রতিবাদ জানিয়েছে।
তারা মনে করে, এরফলে তাদের ভোগান্তির বিষয়টিকে অবহেলা করা হচ্ছে। তার ঐতিহাসিক হিরোশিমা সফরের প্রাক্কালে তারা এ প্রতিবাদ জানালো।
শুক্রবার ওবামার হিরোশিমা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
পারমাণবিক বোমা হামলায় ক্ষতিগ্রস্থ কোরীয় গ্রুপের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৪৫ সালের আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের অমানবিক পারমাণবিক বোমা হামলায় ৪০ থেকে ৭০ হাজার কোরীয় নাগরিক প্রাণ হারায়। আর এই শক্তিশালী বোমা হামলায় নগরী দু’টি ধ্বংসস্তুপে পরিণত হয়।
উল্লেখ্য, ১৯৪৫ সালে কোরীয় উপদ্বীপ জাপানের ঔপনিবেশিক শাসনের আওতায় ছিল। ওই সময় মারা যাওয়া অধিকাংশ কোরীয় নাগরিককে আইনবলে জাপানের সামরিক বাহিনী বা কঠোর পরিশ্রমের কাজে যোগ দিতে বাধ্য করা হয়েছিল।
এক্ষেত্রে কোরীয় এ গ্রুপ যুক্তি তুলে ধরে বলেছে, এর ফলে কোরিয়ার অনেক নাগরিক প্রাণ হারানোয় কেবলমাত্র যুক্তরাষ্ট্রকে নয়, জাপানকেও এ ব্যাপারে তাদের ক্ষমা চাইতে বলার অধিকার তাদের রয়েছে।
উল্লেখ্য, এ গ্রুপের প্রায় ২৪ সদস্য সিউলে মার্কিন দূতাবাসের বাইরে একত্রিত হয়ে এ ব্যাপারে প্রতিবাদ জানাতে দেখা যায়।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!