• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওমা, এটা তো দেখি লিলিপুট ট্রাম্প!


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ০৫:৪৯ পিএম
ওমা, এটা তো দেখি লিলিপুট ট্রাম্প!

ঢাকা: আন্তর্জাতিক অঙ্গনে এই সময়ে সবচেয়ে আলোচিত ও সমালোচিত হচ্ছে ট্রাম্পের কর্মকাণ্ড। আলোচনার চেয়ে সমালোচনাই হচ্ছে বেশি। সমালোচনার গণ্ডি পেরিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প এখন হাস্যরসে পরিণত হয়েছেন। তাকে নিয়ে অভিনব উপায়ে হাস্যরস ও কৌতুকের জন্ম হচ্ছে। কার্টুনকে ছাপিয়ে নতুন সংস্করণ হয়েছে টিনি সাইজ। যারা গালিভার ট্রাভেলস পড়েছেন তাদের নিশ্চয়ই মনে আছে লিলিপুট বাসীর কথা। এবার ট্রাম্প হয়ে গেলেন লিলিপুট!

গত সপ্তাহে হোয়াইট হাউজে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওই বৈঠকের ছবিগুলো নিয়ে ব্যঙ্গ করা হয়েছে

সেই নব উদ্ভাবিত টিনি সংস্করণের নাম দেয়া হয়েছে ‘টিনি ট্রাম্প’। মত প্রকাশের অবাধ স্বাধীনতার দেশ হিসেবে আমেরিকায় যে কেউ তার প্রতিবাদের ভাষা নিজস্ব ভঙ্গিতে প্রকাশ করতে পারে। সেই স্বাধীনতা চর্চার অংশ হিসেবেই এই ‘টিনি ট্রাম্পের’ কার্টুন প্রকাশ।

সোশ্যাল মিডিয়ায় নতুন এই কার্টুনের সংস্করণ নিয়ে রীতিমত মাতামাতি চলছে। সেই মাতামাতি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও রসাত্মক খবর প্রকাশ করেছে।

হোয়াইট হাউজের সাবেক একজন স্টাফের সন্তান সেলফি তুলছে। তখন দু'হাতে ট্রাম্পকে উঁচু করে ধরে রেখেছেন বারাক ওবামা

ট্রাম্পের বিরোধিরা তার হাতের সাইজ নিয়ে মন্তব্য করলে এর প্রতিক্রিয়াও জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকেই ট্রাম্পকে নিয়ে নানা কৌতুক বানানো হচ্ছে, এমনকি তার প্রশাসনের কজনকে নিয়ে বানানো হয়েছে হাস্যরসাত্মক ভিডিও-যেগুলো জনপ্রিয়তাও পাচ্ছে। তবে এখন কিছু ইন্টারনেট ব্যবহারকারী প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়েছে নতুন রূপ। ট্রাম্পের আকৃতি একদম ক্ষুদ্র বানিয়ে প্রকাশ করা হয়েছে বেশ কয়েকটি ছবি, ইন্টারনেটে যা ছড়িয়ে পড়েছে।

ডোনাল্ড ট্রাম্প একজনের হাত ধরে আছেন দাঁড়িয়ে আছেন এবং তাঁর সামনে হাঁটু গেড়ে বসে হাসছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

প্রায় ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতাসম্পন্ন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অনেক নেতাদের তুলনায় লম্বা, এমনকি বারাক ওবামার থেকেও ট্রাম্প এক ইঞ্চি বেশি লম্বা। কিন্তু যে ছবিগুলো প্রকাশ পেয়েছে তাতে ট্রাম্পকে অন্যদের তুলনায় ক্ষুদ্রাকৃতির ব্যক্তি হিসেবে দেখা যাচ্ছে। ট্রাম্পের অফিশিয়াল এ ছবিগুলো ফটোশপের মাধ্যমে পরিবর্তন করে রেডিট ব্যবহারকারীরা চাইছে প্রেসিডেন্টের প্রতিক্রিয়া। তবে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কোনো সাড়া পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে ট্রাম্পকে দেখা গেছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিলারি ক্লিনটন, বর্তমান ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেসহ বিভিন্ন নেতার সাথে।

সব ছবিতেই ডোনাল্ড ট্রাম্পকে দেখানো হয়েছে খুবই ক্ষুদ্র আকারে। এর মধ্যে একটি ছবিতে তাকে দেখানো হয়েছে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বারাক ওবামার সাথে হোয়াইট হাউজে আলাপরত অবস্থায়। সেখানে বারাক ওবামা একটি সোফায় বসে আছেন। তার পাশের সোফায় দুই হাত এক করে বসে আছেন ছোট্ট আকারের একজন ট্রাম্প।

আরেকটি ছবিতে দেখা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে দু'হাতে আঁকড়ে ধরে আছেন। স্মিত হাসি নিয়ে ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন পুতিন।
 

সিঁড়ি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নেমে আসছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে। এখানে মেলানিয়ার কোমর সমান উঁচু মি: ট্রাম্প।

রিভলিউশন৪৮৬ নামের এক ব্যবহারকারী ছবিগুলো পোস্ট দিয়ে লিখেছেন, ট্রাম্প কিভাবে সাড়া দেয় সেটি দেখার জন্য আমি খুব উত্তেজনার মধ্যে আছি। কিন্তু তার মন্তব্যের প্রেক্ষাপটে আরেকজন লিখেছেন, আমি বুঝতে পারছি না এর মধ্যে মজার কী আছে! ছোট হাতের বিষয় ঠিক ছিল, কিন্তু এসব ছবি নির্বোধের মতো কাজ।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!