• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওষুধ সংকটে বেরোবি মেডিকেল সেন্টার


বেরোবি প্রতিনিধি রংপুর মে ৩১, ২০১৭, ১০:৪১ পিএম
ওষুধ সংকটে বেরোবি মেডিকেল সেন্টার

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সম্প্রতি ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে চলছে অনিশ্চয়তার খেলা। গত সপ্তাহে  ভিসি আসার সম্ভাবনার কথা রেজিষ্টার সূত্রে জানা গেলেও, সত্যি হয়নি সেই সম্ভাবনা।

এদিকে ভিসি, প্রো-ভিসিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ ফাঁকা থাকার কারণে ধুকে ধুকে চলছে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। শিথিল হয়ে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এই কারণে বেরোবির মেডিকেল সেন্টারে গিয়েও চোখে পড়লো একই দৃশ্য। কর্মরত ডাক্তারদের মধ্যে শুধু একজনকে দায়িত্বরত অবস্থায় পাওয়া গেলেও বন্ধ দেখা গেল ওষুধ বিতরণের কক্ষ। শিক্ষার্থীরা ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন পেলেও সঠিক সময়ে পাচ্ছেনা ওষুধ। দায়িত্বরত কর্মকর্তা- কর্মচারীদের মধ্যেও দেখা গেল অলসতা।

খোঁজ নিয়ে জানা গেল, ওষুধের পর্যাপ্ত সরবরাহ না থাকায় কর্মকর্তা- কর্মচারীদের জন্য ওষুধ সরবরাহ বন্ধ রাখা হয়েছে মেডিকেল সেন্টার থেকে। শুধু শিক্ষার্থীদের সরবরাহ করা হচ্ছে, কিন্তু সেটার পরিমাণ ও অল্প।

মেডিকেল সেন্টারের এক কর্মচারী জানায়, ভিসি না আসা পর্যন্ত এভাবেই চলতে হবে। ওষুধের পরিমাণ পর্যাপ্ত না। সব মিলিয়ে তারাও রয়েছেন অনিশ্চয়তার মধ্যে।

দ্রুত ভিসির নিয়োগ না হলে এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করবে বলে জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!