• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘ওয়াকার পাকিস্তানের ক্রিকেট তিন বছর পিছিয়ে দিয়েছেন’


ক্রীড়া ডেস্ক জুলাই ২৭, ২০১৭, ০৬:৫৪ পিএম
‘ওয়াকার পাকিস্তানের ক্রিকেট তিন বছর পিছিয়ে দিয়েছেন’

ঢাকা: পাকিস্তানের ক্রিকেটে অভ্যান্তরীন দ্বন্দ্ব, কলহ নতুন কিছু নয়। খেলোয়াড়দের মধ্যে কাঁদা ছোরা ছুরির ঘটনা অনেক। সম্প্রতি আরও একবার সেই প্রমাণ পাওয়া গেল। দেশটির ক্রিকেটের অধ:পতনের জন্য সাবেক কোচ ওয়াকার ইউনিসকে দায়ী করেছেন কামরান আকমল। ইতোপুর্বে ২০১০-১১ এবং ২০১৪-১৬ দুই দফায় কোচ হিসেবে দায়িত্ব পালনকালে পাকিস্তানকে সাফল্য এনে দিতে না পারায় ওয়াকারের সমালোচনা করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

স্থানীয় জিও সুপার চ্যানেল টিভিকে বলেন, ‘ওয়াকার ভাই এক জন কোচ হিসেবে ব্যার্থ ছিলেন এবং পাকিস্তান ক্রিকেটের অনেক ক্ষতি করেছেন। বার বার তার পরীক্ষা এবং প্রতিষ্ঠিত খেলোয়াড়দেরকে সাইড লাইনে বসিয়ে রেখে তিনি জাতীয় দলকে দুই/তিন বছর পিছিয়ে দিয়েছেন।’

ভারতে অনুষ্ঠিত সর্বশেষ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের যাচ্ছেতাই পারফরমেন্সের পর পদত্যাগ করতে বাধ্য হওয়া ওয়াকারের বিপক্ষে দেশটির বর্তমান কোন খেলোয়াড় এই প্রথম বার প্রকাশ্যে সমালোচনা করলেন। পাকিস্তানের হয়ে ৫৩ টেস্ট ও ১৫৭ ওয়ানডে খেলা কামরান বলেন, কেবলমাত্র ‘পরীক্ষা’ করতে গিয়েই এ ফাস্ট বোলিং গ্রেট গুরুত্বপুর্ন খেলোয়াড়দের সাইড লাইনে বসিয়ে রেখেছেন, যে কারণে জাতীয় দল দুই থেকে তিন বছর পিছিয়ে গেছে।

তিনি বলেন, ‘আমি জানিনা, তবে কিছু খেলোয়াড়ের সঙ্গে তার ঝামেলা ছিল। পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নেয়ার কোন পরিকল্পনাই তার ছিলনা। উদাহরণ স্বরূপ তিনি ২০১৫ বিশ্বকাপের কথা উল্লেখ করে বলেন টুর্নামেন্টের শেষ দিকে সরফরাজের সঙ্গে কিছু ঝামেলা হওয়ায় তিনি (ওয়াকার) ইউনিস খানকে ইনিংস ওপেন করতে বলেন।’

দলে খেলোয়াড়দের থিতু হতে সুযোগ না দেয়ার জন্যও ওয়াকারকে দায়ী করেন ডান হাতি এ ব্যাটসম্যান। কামরান বলেন, ‘আমার মনে আছে এশিয়া কাপের এক ম্যাচে উমর সেঞ্চুরি করেছেন এবং পরের ম্যাচেই তাকে শহিদ আফ্রিদি কিংবা অন্য কারো পরে ব্যাটিং করতে হয়েছে। ওয়াকার পাকিস্তানের একজন গ্রেট খেলোয়াড় ছিলেন তাতে কোন সন্দেহ নেই । তবে একজন কোচ হিসেবে তিনি ছিলেন ব্যর্থ।’

ওয়াকার কোচ থাকাকালীন পাকিস্তান দলের দুর্বল পারফরমেন্সের কথা উল্লেখ করে কামরান বলেন, ‘বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে তিনি দলে ছয়/সাত জন নতুন খেলোয়াড় নিলেন এবং ফলে প্রথমবার আমরা স্বাগতিকদের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারলাম।’

কামরান আরো বলেন, প্রধান কোচ হিসেবে ওয়াকারের প্রথমবার দায়িত্ব পালনের পরই কর্তৃপক্ষের বুঝা উচিত ছিল। বব উলমারসহ বিভিন্ন কোচের অধীনে আমার খেলার অভিজ্ঞতা হয়েছে এবং আমি বলতে পারি তাদের সকলেরই একটা পরিকল্পনা ছিল এবং খেলোয়াড়দের সঙ্গে সু-সম্পর্ক তৈরীতে তারা বিশেষ পদ্ধতি অবলম্বন করতেন। কিন্তু ওয়াকার সব সময়ই কঠোর অনুশীলন করাতেন এবং খেলোয়াড়দের দক্ষতার দিকে তার নজর ছিলনা। একারণে ক্রিকেটের উন্নতি ঘটেনি।’

 সোনালীনিউজ/ঢাকা/জেডআই    

Wordbridge School
Link copied!